মুম্বই: ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত বলিউডে সবথেকে বেশি কর দিয়েছেন হৃতিক রোশন। জানা গেছে, ‘মহেঞ্জোদরো’ নায়কের রোজগার গত বছরের এই ত্রৈমাসিকের তুলনায় ১৫০০ শতাংশ বেড়েছে। তাই শুধু এই ত্রৈমাসিকের জন্য ৮০ কোটি টাকা কর দিয়েছেন ডুগ্গু, যা গতবারের থেকে ৩০ কোটি বেশি।
ডিসেম্বর পর্যন্ত ৭২ কোটি টাকা কর মিটিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আমির খান। তাঁর রোজগার বেড়েছে ১১২ শতাংশ। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ হিটের মুখ দেখা রণবীর কপূর রয়েছেন তৃতীয় স্থানে, তিনি কর দিয়েছেন ৩৭ কোটি টাকা। গতবার এই সময়ে যা ৯ কোটির বেশি ছিল না। সলমন খান আছেন চতুর্থ স্থানে, তিনি কর দিয়েছেন ১৪ কোটি।
গত বছর সেপ্টেম্বর পর্যন্ত কর মেটানোর তালিকায় প্রথম স্থানে নাম ছিল অক্ষয় কুমারের। এ বছর তিনি নেমে গেছেন পঞ্চমে, ১০ কোটি টাকা কর দিয়েছেন তিনি। ছ’নম্বরে রয়েছেন দীপিকা পাড়ুকোন। পরিচালকদের মধ্যে কর্ণ জোহর রয়েছেন এক নম্বরে।
অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বর্যা রাই বচ্চন, প্রিয়ঙ্কা চোপড়ারা কত টাকা কর মিটিয়েছেন জানা যায়নি।
বলিউড অভিনেতাদের মধ্যে সবথেকে বেশি কর মিটিয়েছেন কে জানেন? হৃতিক
ABP Ananda, Web Desk
Updated at:
23 Dec 2016 04:12 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -