মুম্বই: আজই মুক্তি পেয়েছে আমির খানের ‘দঙ্গল’। ছবি দেখে ইতিমধ্যেই উচ্ছ্বসিত বলিউড। রণবীর সিংহ আমিরের প্রতি তাঁর ভালবাসা উজাড় করে দিয়েছেন টুইটারে






‘দঙ্গল’ নির্মাতারা মঙ্গলবার রাত্রে বলিউডের শিল্পী ও কর্মীদের জন্য একটি স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেন। শুধু বলি কলাকুশলীরাই নন, ছিলেন যাঁদের ঘিরে ‘দঙ্গল’ গড়ে উঠেছে, সেই প্রাক্তন কুস্তিগীর মহাবীর সিংহ ফোগত, তাঁর দুই কুস্তিগীর কন্যা গীতা ও ববিতা ফোগত, ক্রিকেটার সচিন তেন্ডুলকর প্রমুখ। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা রাজ ঠাকরেও ছিলেন স্ক্রিনিংয়ে।