লকডাউনে পিয়ানো শিখছেন হৃতিক, শেয়ার করলেন ভিডিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Apr 2020 09:30 PM (IST)
করোনা লকডাউনের জেরে স্বেচ্ছায় গৃহবন্দি তারকারাও। কেউ সময় কাটাচ্ছেন রান্নাঘরে, কেউ আবার মগ্ন শরীরচর্চায়।
মুম্বই: করোনা লকডাউনের জেরে স্বেচ্ছায় গৃহবন্দি তারকারাও। কেউ সময় কাটাচ্ছেন রান্নাঘরে, কেউ আবার মগ্ন শরীরচর্চায়। লকডাউনের সময়টা পুরোপুরি কাজে লাগাচ্ছেন হৃতিক রোশনও। পিয়ানোর তালিম নিচ্ছেন বলিউডের সুপারস্টার। শ্যুটিং-সহ বাইরের কাজ এখন বন্ধ। ঘরেতেই অঢেল সময় ৷ এই সময়ে সেলিব্রিটিরা কেউ রান্না করছেন, কেউ ছবি আঁকছেন, কেউ গান করছেন, কেউ নাচ করছেন ৷ হৃতিক এই সুযোগে শিখে ফেলছেন পিয়ানো৷ ২১ দিনের চ্যালেঞ্জ নিয়ে তাঁর পিয়ানো বাজানোর ভিডিও নিজেই আপলোড করলেন হৃতিক৷ সঙ্গে লেখেন, ‘বেদান্তু অ্যাপের চ্যালেঞ্জ গ্রহণ করে ২১ দিনে পিয়ানো শিখছি। মস্তিষ্কের দুদিকেরই অনুশীলন হয়ে যাচ্ছে।’ হৃতিক কথাগুলো বলার সময়ই পাশ দিয়ে হেঁটে যেতে দেখা যায় সুজানকে। বিবাহবিচ্ছেদের পরেও হৃতিকের সঙ্গে প্রায়শই দেখা যায় তাঁকে। লকডাউন অধ্যায়ে তিনি হৃতিকের সঙ্গেই থাকছেন। সুজান পাশ থেকে বলেন, ‘তুমি খুব মজার।’