মুম্বই: তাঁর বাবা রাকেশ রোশন যে নিজেকে সফল হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, তাঁর কারণ, তাঁর কঠোর পরিশ্রম আর ইচ্ছাশক্তি। নিজের উত্তরাধিকার বয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁর কাউকে দরকার নেই। বললেন হৃতিক রোশন।

‘কহো না পেয়ার হ্যায়’-এ বাবার হাত ধরেই নায়ক হিসেবে পর্দায় পা রাখা হৃতিকের। এখনও তিনি বাবার সঙ্গে টিম মেম্বার হিসেবেই কাজ করতে চান, তাঁর কাছে এটা উত্তরাধিকার নয়। তাঁর কথায়, তাঁর বাবার স্পিরিট অসামান্য। সেই স্পিরিটই তাঁকে বাঁচিয়ে রাখবে, বাঁচিয়ে রাখবে তাঁর কাজ। নিজের হাতে নিজেকে গড়ে তুলেছেন রাকেশ, কাজে কোন ক্লান্তি নেই তাঁর।

হৃতিক নিশ্চিত, আরও ২০ থেকে ৩০ বছর কাজ করবেন তাঁর বাবা। চলবে তাঁর ছবি তৈরি। তাই তাঁর উত্তরাধিকার বয়ে নিয়ে যাওয়ার প্রশ্ন করার সময় এখনও আসেনি বলে তাঁর মনে হয়। বাবার সঙ্গে টিম মেম্বার হিসেবে কাজ করেই তিনি খুশি।

এমনকী তাঁর ধারণা, তাঁর যখন ৮০ বছর বয়স হবে, তখনও তাঁর বাবা কাজ করবেন। তখনই বাবা সম্পর্কে সঠিক মূল্যায়ন করতে পারবেন তিনি।

রাকেশ রোশনের প্রযোজনায় হৃতিকের ‘কাবিল’ ও শাহরুখ খানের ‘রইস’ একইদিনে মুক্তি পেয়েছে। হৃতিকের ধারণা, দুপক্ষই এ থেকে পজিটিভ কিছু শিখবেন। এই বক্স অফিস সংঘর্ষ ভবিষ্যতের পক্ষে ভাল উদাহরণ হয়ে থাকবে বলে তাঁর আশা।