কলকাতা: উত্তরবঙ্গের উপর দিয়ে অতিক্রম করছে পশ্চিমী ঝঞ্ঝা। এর জেরে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, শহরজুড়ে ছিটেফোঁটা বৃষ্টি। উত্তরবঙ্গেও চলছে ঝিরঝিরে বৃষ্টি। এদিকে, মধ্য মাঘেই উধাও ঠাণ্ডা। আজ কলকাতার তাপমাত্রা ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। ফলে বাড়ছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামীকাল বিকেল পর্যন্ত আকাশ থাকবে মেঘলা। রবিবার থেকে ফের কমবে তাপমাত্রা।