মুম্বই: নজর কেড়েছিল টিজারেই, আর আজ নতুন পোস্টারে প্রকাশ্যে এল ট্রেলার মুক্তির দিন। ৮ তারিখ মুক্তি পাবে ঋত্বিক রোশন (Hrithik Roshan) আর সইফ আলি খান (Saif Ali Khan)-এর নতুন ছবি  'বিক্রম বেদা' (Vikram Vedha)-র ট্রেলার। আজ মুক্তি পেল 'বিক্রম বেদা'-র নতুন পোস্টারও।


 চলতি বছরের আগামী মাসের ৩০ তারিখ অর্থাৎ ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। এই সিনেমায় সইফ আলি খানের চরিত্রের নাম বিক্রম। তাঁর চরিত্র একজন পুলিশ অফিসারের। অন্যদিকে ঋত্বিকের চরিত্র একজন গ্যাংস্টারের । তাঁর চরিত্রের নাম বেদা। এই দুই চরিত্রকে ঘিরেই আবর্তিত হয়েছে ছবির গল্প।


এর আগে সোশ্যাল মিডিয়ায় 'বেদা' হিসেবে নিজের লুক শেয়ার করে ঋত্বিক লিখেছিলেন, 'বিক্রম বেদার যাত্রা শুরু হয় মহামারী এবং অনিশ্চয়তার সঙ্গে তার নিজস্ব বাহ্যিক চ্যালেঞ্জ নিয়ে... কিন্তু এখন ফিরে তাকালে মনে হয়, তা সবটাই আমাদের প্রস্তুতি ও কাজে অবদান রেখেছে। স্কাইডাইভিংয়ের মতোই এই সফর আমার কাছে ভয়ঙ্কর ও দুর্দান্ত ছিল।'


সোশ্যাল মিডিয়ায় আজ ছবির নতুন পোস্টার শেয়ার করে নিয়েছেন ঋত্বিক। এর আগে সোশ্যাল মিডিয়ায় প্রথম লুকের পোস্টারও শেয়ার করেছিলেন ঋত্বিকই।






আরও পড়ুন: Rishi Kapoor Birthday: শিশুশিল্পী' হিসেবে বলিউডে পা রেখেই পুরস্কার, বাবার পরিচালনায় মুখ্যভূমিকায়, জন্মদিনে অজানা ঋষি কপূর