মুম্বই: পর্দায় তাঁর ঠান্ডা গলা, হাড় কাঁপানো চাহনি আর ধুলো রক্তে ভেজা মুখ শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দেয়। কিন্তু পর্দার আড়ালে? অ্যাকশন সিকোয়েন্সে অভিনয় করতে করতে হঠাৎই প্রিয় ডান্স স্টেপে নেচে ওঠেন তিনি। কখনও আবার পরিচালকের সঙ্গে আলোচনা করে নেন, কীভাবে শটটা আরও একটু ভালো করে করা যায়। নতুন ছবি বিক্রম বেদা (Vikram Vedha)-র শ্যুটিংয়ের ঝলক প্রকাশ্যে এনেছে প্রযোজনা সংস্থা। আর সেখানেই সামনে এসেছে ঋত্বিক রোশন (Hrithik Roshan) থেকে বেদা হয়ে ওঠার সফর।
এই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করে নিয়েছেন ঋত্বিক রোশনও। সেখানে দেখা যাচ্ছে কখনও মেকআপ নিচ্ছেন অভিনেতা, কখনও নির্দেশ দিচ্ছেন বিভিন্ন বিষয়ে, কখনও আবার মেতেছেন মজা-খুনসুটিতে।
আরও পড়ুন: Puja 2022: বাড়িতে খাওয়াদাওয়া ও আড্ডার পাশাপাশি পুজোয় সিনেমাহলেও ঘুরবেন চান্দ্রেয়ী
ট্রেলারেই দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়েছিল ছবির বিষয়বস্তু, আর আগামীকাল অর্থাৎ ১৭ তারিখ মুক্তি পাবে ঋত্বিক রোশন (Hrithik Roshan) আর সইফ আলি খান (Saif Ali Khan) অভিনীত ছবি 'বিক্রম বেদা' (Vikram Vedha)-র প্রথম গান অ্যালকোহলিয়া (Alcoholia)। এই গানে ঋত্বিককে এমন রূপে দেখা যাবে যা আগে কখনও দেখা যায়নি বলে দাবি পরিচালকের। এই গানের তালে দেশী তালে নাচ করতে দেখা যাবে ঋত্বিককে। নতুন এই গান যাতে দর্শকদের কাছে পৌঁছয় সেই জন্য এই গান প্রচারের অভিনব পন্থা নিয়েছে প্রযোজনা সংস্থা।
১৭ তারিখ একসঙ্গে ১৫টা শহরে লাইভ স্ট্রিম হবে এই গান। এরপরে এই গান ডিজিট্যাল প্ল্যাটফর্মে মুুক্তি পাবে। পুষ্কর গায়ত্রী পরিচালিত এই ছবি মুক্তি পাবে এই মাসের শেষে অর্থাৎ ৩০ সেপ্টেম্বর (30 September)।
এই সিনেমায় সইফ আলি খানের চরিত্রের নাম বিক্রম। তাঁর চরিত্র একজন পুলিশ অফিসারের। অন্যদিকে ঋত্বিকের চরিত্র একজন গ্যাংস্টারের । তাঁর চরিত্রের নাম বেদা। টিজারেই বোঝা যায়, এই ছবির পরতে পরতে রয়েছে রহস্য, অ্যাকশন আর গল্পের বাঁক।