মু্ম্বই:  বলিউড তারকা হৃত্বিক রোশন এখন ব্যস্ত রয়েছেন সুপার ৩০ ছবির শ্যুটিং নিয়ে। সেখানে তিনি একজন শিক্ষকের চরিত্রে অবিনয় করছেন। হয়তো সেই চরিত্রের মধ্যে এতটাই ঢুকে গিয়েছেন হৃত্বিক, যে তিনি বোর্ড পরীক্ষার্থীদের গুডলাকও উইশ করে দিয়েছেন।

প্রসঙ্গত, গতকাল থেকেই শুরু হয়েছে সিবিএসই বোর্ড পরীক্ষা। পড়ুয়াদের নার্ভাস না হয়ে, পারফর্ম করে আসতে বলেছেন অভিনেতা। এমনকি তিনি নিজে কতটা ঘাবড়ে যেতেন এই পরীক্ষার আগে সেকথাও অকপটে স্বীকার করেন হৃত্বিক।

এখানে রইল হৃত্বিক কী পোস্ট করেছেন তাঁর টুইটারে