মুম্বই: 'মহারাণী' (Maharani) থেকে শুরু করে 'গ্যাংস অফ ওয়াসিপুর' (Gangs of Wasseypur), বারে বারে নিজের অভিনয়ের জাত চিনিয়ে দিয়েছেন অভিনেত্রী হুমা কুরেশি (Huma Quresh)। বলিউডের (Bollywood)-এর কমার্শিয়াল ছবি থেকে শুরু করে অন্যধারার ছবি ও ওয়েব সিরিজ, সব জায়াগাতেই অবাধ বিচরণ হুমার। আজ এই অভিনেত্রীর জন্মদিন। কিন্তু রুপোলি পর্দায় পা রাখার আগে কী করতেন হুমা? জন্মদিনে জেনে নিন আপনার প্রিয় অভিনেত্রীকে নিয়ে একগুচ্ছ অজানা গল্প। 


দিল্লিতে জন্ম হুমার। তাঁর বাবা একাধিক রেস্তোরাঁ চালাতেন। ছোট থেকেই অভিনেত্রী হতে চাইতেন হুমা। স্নাতক হওয়ার পরে তাই বিদেশে পড়তে যাওয়ার সুযোগ ছেড়ে দিয়ে অভিনয়ে মন দিতে চেয়েছিলেন হুমা। সিনেমায় সুযোগ পাওয়ার আগে দিল্লিতে বিভিন্ন থিয়েটার সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। 


২০০৮ সালে দিল্লি থেকে মুম্বই পাড়ি দেন হুমা। তখন তাঁর মাথায়, মনে শুধুই অভিনয়। হুমার তখন জেদ, মা-বাবার কাছে প্রমাণ করতেই হতে, অভিনয়কে পেশা হিসেবে বেছে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। নিজের পায়ে দাঁড়িয়ে ঝলমল করতেই হবে। দিদির পদাঙ্ক অনুসরণ করেন হুমার ভাইও। তিনিও মুম্বই চলে আসেন।


তাঁর জেদ আর কঠিন পরিশ্রম দিয়ে ভাগ্যকে জয় করেছিলেন হুমা। পরিচালক অনুরাগ কশ্যপের 'গ্যাংস অফ ওয়াসিপুর' (Gangs of Wasseypur) ছবিতে সুযোগ পান তিনি। ২০০ জন অভিনেতা অভিনেত্রীর সঙ্গে অডিশনে পাল্লা দিয়ে নিজের জায়গা করে নিয়েছিলেন হুমা।


এরপর হুমাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। 'এক থি ডাইন' (Ek Thi Daayan), লাভ শুভ তে চিকেন খুরানা (Luv Shuv Tey Chicken Khurana), বদলাপুর (Badlapur), জলি এলএলবি (Jolly LLB 2), নিজের অভিনয়ের ধারায় অপ্রতিরোধ্য হয়ে ওঠেন হুমা। নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah), মাধুরী দিক্ষীত নেনে (Madhuri Dixit-Nene) ও অর্শদ ওয়ার্সি (Arshad Warsi)-র সঙ্গে কাজ করেছেন হুমা। 


আরও পড়ুন: Aryann: করিশ্মা কপূরের সঙ্গে নতুন ছবির শ্যুটিং সারতে মুম্বই পাড়ি আরিয়ানের


একাধিক টেলিভিশন কমার্শিয়ালে কাজ করেছেন অভিনেত্রী। ২০১৯ সালে লীলা (Leila) ও ২০২১ সালে মহারাণী (Maharani) সিরিজে অভিনয় করে নজর কেড়েছেন হুমা। অভিনয়ের সঙ্গে সঙ্গে সামাজিক কাজকর্মের সঙ্গে সমানভাবে যুক্ত হুমা। মানসিক স্বাস্থ্য নিয়ে বহুবার কথা বলেছেন তিনি।


কোভিড পরিস্থিতিতে ১০০ বেডের একটি অস্থায়ী করোনা হাসপাতাল গড়ার সঙ্গে যুক্ত ছিলেন হুমা। সাধারণ মানুষদের জন্য বিভিন্নরকম সেবামূলক কাজে যুক্ত থাকতে ভালোবাসেন হুমা।