মুম্বই: ২০১৬টা ছিল ব্রেক আপের বছর। আরবাজ খান-মালাইকা অরোরার পর এবার নাকি ছোট ভাই সোহেলেরও বিয়ে ভাঙছে। কিন্তু স্ত্রী সীমার সঙ্গে তাঁর বিয়ে নাকি এমনি মতান্তরের কারণে ভাঙছে না। মাঝখানে ঢুকে পড়েছেন হুমা কুরেশি। হুমা অবশ্য টুইট করে তাঁর ও সোহেলের সম্পর্কের বিষয়টি অস্বীকার করেন। কিন্তু ডিভোর্সের খবর কোনও পক্ষই অস্বীকার করেনি।
হুমা এবার সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, সোহেল তাঁর দাদার মত। নিজের সম্পর্কে কোনও গুজব কানে এলেই সোশ্যাল মিডিয়ায় জবাব দেন তিনি। কিন্তু যাঁকে বড় ভাইয়ের চোখে দেখেন, তাঁর সঙ্গে তাঁকে নিয়ে গুজব- একটু বেশিই বাড়াবাড়ি।
শিগগিরই হুমাকে দেখা যাবে অক্ষয় কুমারের বিপরীতে, ‘জলি এলএলবি টু’-তে। সেই ছবি নিয়েই এখন চলছে তাঁর ভাবনাচিন্তা। এর মধ্যে কোনওরকম গুজব নিয়ে মাথা ঘামানোর তাঁর সময় নেই। বরং ফ্যানদের সঙ্গে সম্পর্ক নিয়েই তিনি সবথেকে বেশি চিন্তিত।
১০ তারিখ মুক্তি পাচ্ছে অক্ষয়-হুমার ছবি।
সোহেল খানের সঙ্গে প্রেম করছেন? দেখুন হুমা কুরেশির জবাব
ABP Ananda, Web Desk
Updated at:
27 Jan 2017 02:04 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -