এইমুহূর্তে হুমার কিটিও সাফল্যে পরিপূর্ণ। ‘জলি এলএলবি টু’-র সাফল্য ফিকে হওয়ার আগেই, হুমার হাতে রয়েছে একাধিক বিগ বাজেট ছবি। এরমধ্যে আন্তর্জাতিক মঞ্চে ঐতিহাসিক ড্রামা ‘ভাইসরয়েজ হাউস’ অন্যতম।
অভিনয় প্রতিভা যে হুমার অসাধারণ, সেবিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল আন্তর্জাতিক মঞ্চ। তাই গুগল চায়, হুমা তাঁর সেই অভিজ্ঞতাই সকলের সঙ্গে ভাগ করে নিক।
তবে গুগলের হেড অফিসে হুমা শুধু বক্তৃতাই দেবেন না, আলোচনাও করবেন। শুধু গুগল নয়, হুমার প্রতিভাকে কুর্নিশ জানিয়ে, তাঁকে লন্ডনে ফেসবুকের সদর দফতরেও সিনেমা প্রসঙ্গে কিছু কথা বলার জন্যে আমন্ত্রণ জানানো হয়েছে এই বছরেই।
হুমার এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, অভিনেত্রী গুগলের থেকে এই আমন্ত্রণ প্রস্তাব পেয়ে ভীষণই খুশি। গুগলকর্মীদের সঙ্গে কথা বলার জন্যে অভিনেত্রী উদগ্রীব হয়ে আছেন। তাঁর কাজ দিয়ে তিনি যে এভাবে মানুষের মনে প্রভাব ফেলতে পারবেন, সেকথা কখনওই ভাবতে পারেননি তিনি, দাবি অভিনেত্রীর। তাই এই আমন্ত্রণ পেয়ে কার্যত অভিভূত হুমা।