আমি নায়ক, ৫১ বছর বয়সি, এখনও বোটক্স ব্যবহার করি না, টেড টক-এ এসআরকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 May 2017 02:28 PM (IST)
মুম্বই: আমি স্বপ্নের ফেরিওয়ালা। লাখো মানুষের মধ্যে ভালবাসা ফেরি করি। টেড টক অনুষ্ঠানে বললেন শাহরুখ খান। অত্যন্ত সম্মানবাহী এই টেড টক প্রভাবশালী ব্যক্তিত্বদের কথা বলার সুযোগ দেয় শিক্ষা, বাণিজ্য ইত্যাদি নানা বিষয়ে। সেখানেই গত মাসে আমন্ত্রিত ছিলেন শাহরুখ। ভ্যাঙ্কুবারে অনুষ্ঠানে শাহরুখ নিজের সম্পর্কে কথা বলেন, বলেন, সোশ্যাল মিডিয়ার খারাপ দিক নিয়ে, মানবিকতা নিয়ে। তাঁর পরিচিত মজার ভঙ্গিতে শাহরুখ বলেন, আমি তারকা, বয়স ৫১ বছর। এখনও বোটক্স নিই না। এমনিতে স্বচ্ছ চরিত্রের কিন্তু ছবিতে ২১ বছর বয়সির মত আচরণ করি। লক্ষ লক্ষ ফ্যান মনে করেন, আমি পৃথিবীর সেরা প্রেমিক। যদি কাউকে না বলে দেন, তাহলে স্বীকার করব, আমি তা নই। কিন্তু আমি আমাকে ঘিরে গড়ে ওঠা এই ভাবমূর্তি ভেঙে দিতে চাই না। তাঁর কথায়, জানি, পৃথিবীতে বহু মানুষ আছেন, যাঁরা আমার কাজ দেখেননি। তাঁদের জন্য দুঃখ হয়। আমি ২৪ ঘণ্টা নিজের মধ্যে ডুবে থাকি, একজন ফিল্মস্টারের ঠিক যা করা উচিত। টুইটারে টেড টক-এর ভিডিও শেয়ার করেছেন তিনি।