কলকাতা:   নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কেউই। কিন্তু যত্রতত্র তাঁদের একসঙ্গে দেখতে পাওয়া যায়। কথা হচ্ছে বিজয় ভার্মা ( Vijay Varma) ও তমন্না ভাটিয়ার (Tamannaah Bhatia)। সম্প্রতি বিজয় ভার্মার উচ্ছ্বসিত প্রশংসা করলেন তমন্না ভাটিয়া। অভিনেতা হিসেবে বিজয় ভামার্কে 'উজ্জ্বল' বলে চিহ্নিত করলেন তিনি। তমন্না জানান যে, 'লাস্ট স্টোরি ২'-এর শ্য়ুটিং-এ তাঁদের প্রথমবার দেখা হয়। 


তমন্না (Tamannaah Bhatia) আরও জানান, 'অভিনেতা এবং মানুষ হিসেবে আমরা একে অপরের সঙ্গে স্বচ্ছন্দ্য়। বিজয় আমাকে ইচ্ছেমতো কাজ করার স্বাধীনতা দেয়'। উন্নততর মানুষ হওয়ার চেষ্টায় আমরা একে অপরকে সাহায্য করি। 


বিজয় ভার্মার প্রশংসা করতে গিয়ে তমন্না (Tamannaah Bhatia) বলেন, 'অভিনেতা হিসেবে বিজয় ভার্মা ( Vijay Varma) এককথায় অসাধারণ। বিজয় অত্য়ন্ত মেধাবী ও অত্য়ন্ত প্রতিভাবান অভিনেতা। প্রথম থেকেই তিনি তাঁর অভিনয়ের ছাপ ফেলেছেন। আর এখন ও প্রাপ্য় সম্মান পাচ্ছেন। '


আরও পড়ুন...


Hair Care Tips: একঢাল ঘন -কালো চুল রয়েছে আপনার, লম্বা চুলের যত্নে অবশ্যই মেনে চলুন নিয়মগুলো


প্রসঙ্গত, কিছুদিন আগেই তাঁরা মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় ফ্রেমবন্দি হয়েছিলেন এই ডুয়ো। সেদিন দুজনকেই দেখা গেছিল কালো রঙের পোশাকে।


উল্লেখ্য়, বর্ষবরণে ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে দেখা গিয়েছিল দু'জনকে। তার পর থেকেই সরগরম মায়ানগরী। তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia) এবং বিজয় বর্মা (Vijay Varma) লিভ ইন-ও করছেন বলে শোনা গিয়েছিল। কিছুদিন আগেই একান্তে নৈশভোজ সেরে বেরনোর সময় পাপারাৎজিদের ক্যামেরা ধরে ফেলেছিল তাঁদের। তবে তাতে বিশেষ অসন্তুষ্ট হতে দেখা যায়নি দু'জনের কাউকেই। বরং হাত নেড়ে অভিবাদন জানিয়েছিলেন সকলকে (Bollywood Updates)। সেদিন, স্টিয়ারিংয়ে ছিলেন খোদ বিজয়। তাঁর ঠিক পাশেই বসেছিলেন তমন্না। গাড়ির দরজা খুলে উঠে পাশাপাশিই বসেন তাঁরা। সঙ্গে অন্য কোনও বন্ধুবান্ধব বা সতীর্থ ছিলেন না।


আরও পড়ুন...


Switzerland : সুইৎজারল্যান্ডে বসে গরম ভাত, ডাল, আলু ভাজা, ডিম ভাজা এবং মাউন্ট টিটলিস


সোশ্য়াল মিডিয়ায় তমন্না এবং বিজয়ের ডেটনাইটের সেই ভিডিও সামেন আসতেই হইহই পড়ে গিয়েছিল। দু'জনের মধ্যে কিছু একটা চলছে, তা আগেই আন্দাজ করেছিলেন অনুরাগীরা। 'তারকা যুগল'কে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন সকলে। একসঙ্গে মিষ্টি লাগছে দু'জনকে, এমন মন্তব্যও উড়ে আসে। মায়ানগরীর কৃত্রিম দুনিয়ায় তাঁদের যুগলবন্দি অত্যন্ত বাস্তব বলেও মন্তব্য করেন কেউ কেউ।