প্রতিযোগিতায় বিশ্বাস করি না, প্রেরণা পাই দুই রণবীরের কাজ থেকে: আমির

Continues below advertisement
মুম্বই: পেশাদারি দুনিয়ার ইঁদুর দৌড়ে তাঁর বিশ্বাস নেই। বরং নতুন প্রজন্ম প্রেরণা জোগায় তাঁকে। বললেন আমির খান। ‘দঙ্গল’-এর আকাশছোঁয়া সাফল্যে তৃপ্ত নায়ক বলেছেন, তাঁর যাবতীয় প্রতিযোগিতা নিজের সঙ্গে। অন্য কারও সঙ্গে নয়, বরং নিজের সঙ্গে প্রতিযোগিতায় নেমে প্রতিনিয়ত উন্নতি করাই তাঁর পছন্দ। একজন সৃষ্টিশীল ব্যক্তি, একজন শিল্পী হিসেবে তাঁর চেষ্টা, নিজেকে উন্নত করা। এই উন্নতি সৃষ্টিশীলতার নিরিখে, ব্যবসার কথা ভেবে নয়। যদিও তার মানে এই নয়, যে শাহরুখ বা সলমন খানের কাজ ভাল লাগে না তাঁর। আমির জানিয়েছেন, শুধু শাহরুখ-সলমনই নন, অক্ষয় কুমার, অজয় দেবগণ, রণবীর কপূর, রণবীর সিংহ ও হৃতিক রোশনের মত অসাধারণ অভিনেতা ইন্ডাস্ট্রিতে রয়েছেন। সলমনের ‘সুলতান’ ও ‘দাবাং’ তাঁর ভাল লেগেছে। আবার সঞ্জয় দত্তের মুন্নাভাইও তাঁর বেজায় পছন্দ। রণবীর সিংহ ও রণবীর কপূরের কাজ তাঁকে প্রেরণা দেয়। এঁরা দুর্দান্ত অভিনেতা। কিন্তু কারও সঙ্গে কোনও প্রতিযোগিতায় তিনি নেই। নোট বাতিলের ধাক্কায় ‘’রক অন টু’, ‘ফোর্স টু’, ‘কাহানি টু’-র মত বেশ কয়েকটি ছবি ফ্লপের খাতায় নাম লেখালেও ‘দঙ্গল’-এর জয়রথ অপ্রতিহত গতিতে এগোচ্ছে। এ ব্যাপারে আমির মনে করেন, নোট বাতিলের জেরে ছোট শহরগুলিতে ছবি চলেনি সেটা ঠিক। নোট বাতিলের কোনও প্রভাব নেই বলা যাবে না। কিন্তু যেভাবে তাঁর ছবি দর্শকের ভালবাসা পেয়েছে, তাতে তিনি অভিভূত হয়ে গেছেন। এখনও পর্যন্ত যত প্রশংসা তিনি পেয়েছেন, তার মধ্যে তাঁকে সবথেকে বেশি ছুঁয়ে গেছে ঋষি কপূরের মন্তব্য। ‘দঙ্গল’ দেখে তিনি আমিরকে বলেন, এখনকার রাজ কপূর। ভারতীয় ছবির গ্রেটেস্ট শ্যোম্যানের সঙ্গে নিজেকে তুলনা করার সামর্থ্য তাঁর নেই বলে আমির জানিয়েছেন। এত বড় প্রশংসা তিনি কখনও পাননি, বিশ্বাসই করতে পারছিলেন না, এ কথা বলেছেন খোদ ঋষি, রাজ কপূরের ছেলে!
Continues below advertisement
Sponsored Links by Taboola