তবে আপাতত চিন্তার কোনও কারণ নেই। নিজের শারীরিক অবস্থা নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেতা স্বয়ং। তিনি টুইট করে জানিয়েছেন, ক্যান্সার হয়নি তাঁর। এধরনের গুজবে কান দিতেও বারণ করেছেন অভিনেতা সকলকে। শাহিদকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল শ্রদ্ধা কপূরের বিপরীতে ‘বাট্টি গুল মিটার চালু’ ছবিতে। যদিও ছবিটির বক্স অফিস পারফর্ম্যান্স মোটেই ভাল নয়। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেকের শ্যুটিংয়ে। ছবির নাম ‘কবীর সিংহ’। ছবিটি পর্দায় মুক্তি পাচ্ছে ২০১৯ সালের ২১ জুন।