মুম্বই: দিনকয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয়েছে। সোনালি বেন্দ্রে, নাফিসা আলি, ইরফান খানের পর বলিউড অভিনেতা শাহিদ কপূরও ক্যান্সারে আক্রান্ত। তিনি নাকি পাকস্থলির ক্যান্সারে আক্রান্ত। স্বাভাবিক ভাবেই অভিনেতার ভক্তদের মন ভেঙে যায়। মাসখানেক আগেই দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন শাহিদ। জৈন-মিশাকে নিয়ে এখন শাহিদ-মীরার ভরা সংসার। সেখানে কর্কট রোগের থাবা বসেছে শুনে শাহিদের ভক্তরা ভেঙে পড়েন।




তবে আপাতত চিন্তার কোনও কারণ নেই। নিজের শারীরিক অবস্থা নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেতা স্বয়ং। তিনি টুইট করে জানিয়েছেন, ক্যান্সার হয়নি তাঁর। এধরনের গুজবে কান দিতেও বারণ করেছেন অভিনেতা সকলকে। শাহিদকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল শ্রদ্ধা কপূরের বিপরীতে ‘বাট্টি গুল মিটার চালু’ ছবিতে। যদিও ছবিটির বক্স অফিস পারফর্ম্যান্স মোটেই ভাল নয়। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেকের শ্যুটিংয়ে। ছবির নাম ‘কবীর সিংহ’। ছবিটি পর্দায় মুক্তি পাচ্ছে ২০১৯ সালের ২১ জুন।