নয়াদিল্লি: খেলার সময় যেভাবে প্রকাশ্যে বিভিন্ন বিতর্কিত বিষয়ে মতপ্রকাশ করেছেন, অবসর নেওয়ার পরেও সেটাই করছেন গৌতম গম্ভীর। একটি সাক্ষাৎকারে সদ্য প্রাক্তন বাঁ হাতি ব্যাটসম্যান বলেছেন, ২০১২ সালে অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজে ভারতের তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির দল গঠন ঠিক ছিল না।
২০১২ সালে সেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে ব্যর্থ হয় ভারতীয় দল। শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এতদিন পরে সেই সিরিজ প্রসঙ্গে গম্ভীর বলেছেন, ‘২০১২ সালে অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজের সময় ধোনি ঘোষণা করে, ২০১৫ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে আমার, সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সহবাগের মধ্যে তিনজনকেই একসঙ্গে খেলাতে পারবে না। এ কথা শুনে যে কোনও ক্রিকেটারই আঘাত পাবে। আমিও আঘাত পেয়েছিলাম। আমি ২০১২ সালে কাউকে বলতে শুনিনি যে তাকে ২০১৫ বিশ্বকাপের দলে রাখা হবে না। আমার সবসময় মনে হত, কেউ যদি রান করে যায়, তাহলে বয়স একটি সংখ্যামাত্র। কারও যদি রান করার দক্ষতা থাকে এবং সে মাঠে দলের বোঝা না হয়ে দাঁড়ায়, তাহলে সে যতদিন খুশি খেলে যেতে পারে। কিন্তু অস্ট্রেলিয়ায় বলা হয়, আমরা তিনজন একসঙ্গে খেলতে পারব না। যদিও শেষপর্যন্ত আমাদের তিনজনকে একসঙ্গেই খেলানো হয়। যদি কোনও সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সেটাতেই স্থির থাকা উচিত। কোনও সিদ্ধান্ত নিয়ে সেটা বদল করা উচিত নয়।’
সেই সিরিজের বিষয়ে গম্ভীর আরও বলেছেন, ‘আমরা যখন জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছিলাম, তখন মনে আছে হোবার্টে বীরু ও সচিন ওপেন করে আর তিন নম্বরে ব্যাট করি। বিরাট (কোহলি) চার নম্বরে ব্যাট করতে নামে। আমাদের ৩৭ ওভারে রান তাড়া করতে হয়। ভারত সেই ম্যাচ জেতে। সেই সিরিজের শুরুতে আমরা তিনজন একসঙ্গে খেলিনি। রোটেশন মেনে দল গড়া হয়। জয়ের জন্য দল যখন মরিয়া ছিল, তখন এম এস আমাদের তিনজনকেই খেলাতে বাধ্য হয়। প্রথমে ও ঠিক করেছিল আমাদের তিনজনকে একসঙ্গে খেলাবে না। পরে ঠিক করল আমাদের তিনজনকেই খেলাবে। তাহলে হয় ওর প্রথম সিদ্ধান্ত ভুল ছিল, না হলে দ্বিতীয়টা। ও অধিনায়ক হিসেবে যে সিদ্ধান্ত নিয়েছিল, তাতে আমরা তিনজনই আঘাত পেয়েছিলাম।’
২০১২ সালের কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজে ধোনির দল গঠন ঠিক ছিল না, দাবি গম্ভীরের
Web Desk, ABP Ananda
Updated at:
09 Dec 2018 07:32 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -