বিয়ের ৭ দিন! ডি-ডের ছবি দিয়ে 'সাতপাকের' এক সপ্তাহ উদযাপন নিক-প্রিয়ঙ্কার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Dec 2018 10:28 AM (IST)
মুম্বই: প্রিয়ঙ্কা চোপড়াকে বিয়ে করার প্রতিটিমুহূর্ত উদযাপন করছেন নিক জোনাস। প্রসঙ্গত, সদ্য বিবাহিত নিকের সাম্প্রতিক এক পোস্ট থেকে সেকথা স্পষ্ট। মাত্র সাতদিন আগেই বিয়ে হয়েছে ‘পিকনিক’-এর। ডি-ডের একটি ছবি দিয়ে বিয়ের এক সপ্তাহ উদযাপন করলেন নবদম্পতি। নিক তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খ্রীষ্টান রীতি মেনে বিয়ে করার একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে ক্যাপশন দিয়েছেন ‘ওয়ান উইক অ্যাগো, টু ডে’! ছবিতে নবদম্পতিকে তাঁদের বিয়ের কেক কাটতে দেখা যাচ্ছে। আশেপাশে দাঁড়িয়ে রয়েছেন তাঁদের আত্মীয়-বন্ধুরা।