সরস্বতী পুজোয় মাইক বাজানো নিয়ে অশান্তি, মালদহে কাটা পড়ল ২ জনের হাত
ABP Ananda, Web Desk | 04 Feb 2017 12:38 PM (IST)
মালদা: সরস্বতী পুজো উপলক্ষে তারস্বরে মাইক বাজানো নিয়ে অশান্তির জেরে মালদার ইংরেজবাজারে ২ জনের হাত কাটা পড়ল। কাল স্থানীয় মধুঘাট এলাকায় সরস্বতী পুজো উপলক্ষে একটি ক্লাবে প্রচণ্ড জোরে মাইক বাজানো হচ্ছিল। অভিযোগ, তার প্রতিবাদ করায় জনাকয়েক স্থানীয় মানুষকে মারধর করে ক্লাবের সদস্যরা। এরপরই ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু' পক্ষ। আহত হন উভয়পক্ষের ৬ জন। ২ জনের হাত কাটা যায়। ইংরেজবাজার থানায় দু'পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।