মুম্বই: মা অভিনেত্রী, অথচ টিভি দেখার অনুমতি পায় না ছেলে! ছেলের ব্যাপারে এখন থেকেই ভীষণ কঠোর মা শিল্পা শেট্টি। তিনি জানিয়েছেন, ভিয়ানকে টিভি দেখতে দেন না তিনি। তাঁর মতে, টিভির কিছু কিছু শো, আগ্রাসী করে তোলে। সেই কারণে ছেলেকে টিভি থেকে দূরে রাখতে চান অভিনেত্রী।
শিল্পা বলেন, ছেলেকে আমি সবসময়ই আগলে রাখি। তবে শিল্পা জানিয়েছেন, ছোটপর্দায় তাঁর প্রথম কাজ রিয়েলিটি শো 'সুপার ডান্সার' দেখতে উৎসাহিত করবেন ছেলেকে। ছোটদের ওই শো-এর বিচারক শিল্পা। তিনি বলেন, ৪-৫ বছরের সব খুদেরা সব কী অসম্ভব ভালো ডান্সার। বিভিন্ন ধরনের নাচ দেখার সুযোগ পাচ্ছি ওই শো-এ। যা আগে কখনও দেখিনি। ওদের বিচার করা কঠিন হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে এই ষো শেষ হওয়ার পর মনোবিদের কাছে যেতে হবে।
বলিউড অভিনেত্রীদের মধ্যে নাচে অন্যতম পারদর্শী শিল্পা। অভিনেতা মিঠুন চক্রবর্ত্তীর নাচের ধরণ তাঁর বেশ পছন্দ। তবে বলিউডে তাঁর ফেবারিট শ্রীদেবী। 'তাপোরি' নাচ-ই তাঁর বেশি পছন্দ।
উল্লেখ্য আগামী ১০ সেপ্টেম্বর থেকে সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে শুরু হবে কচিকাঁচাদের রিয়েলিটি শো 'সুপার ডান্সার'।
কেন ছেলেকে টিভি দেখতে দেন না শিল্পা?
Web Desk, ABP Ananda
Updated at:
29 Aug 2016 04:03 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -