আমি চাই লোকজন আমার বিচার করুক, পরীক্ষা দিতে ভয় পাই না, বলছেন রণবীর সিংহ
Web Desk, ABP Ananda | 17 Aug 2018 06:43 PM (IST)
নয়াদিল্লি: পোশাকের বিষয়ে সচেতনভাবে সবার চেয়ে আলাদা হয়ে থাকতে চান বলিউড অভিনেতা রণবীর সিংহ। তিনি নিজেই এই কথা জানিয়েছেন। তাঁর দাবি, সবসময় চান লোকজন তাঁর বিচার করুন। তিনি পরীক্ষা দিতে ভয় পান না। একটি ফ্যাশন ব্র্যান্ডের প্রচারের অনুষ্ঠানে ৩৩ বছর বয়সি এই অভিনেতা বলেছেন, ‘আমি বরাবরই অনন্য। আমার স্কুলের বন্ধুরা তেমনই বলে। স্টাইলের বিষয়ে আমার সবসময় খাঁটি জিনিসই পছন্দ। ফ্যাশন, গান, ব্যক্তিত্ব বা আচরণ, সবক্ষেত্রেই তীক্ষ্ণ জিনিস আমার পছন্দ। আমি বিভিন্ন রঙের পোশাক, প্রিন্টেড ব্লেজার, রিপড ডেনিম পরি। কোনও পোশাকেই আমার আপত্তি নেই। কেউ আমার বিচার করলে আমি ভয় পাই না। আমি কোনও পরিস্থিতিতেই পিছিয়ে আসি না।’