পাত্রের মাথায় টাক থাকলে বিয়ে করবেন? কী বললেন ইয়ামি গৌতম?
Web Desk, ABP Ananda | 13 Nov 2019 02:30 PM (IST)
ছবিতে টাকের সমস্যার শিকার আয়ুষ্মান খুরানার সঙ্গে বিয়ে হয় ইয়ামির। কিন্তু যদি বাস্তবে এমন হয়? যদি সত্যি-সত্যিই ইয়ামির হবু স্বামীর মাথায় টাক থাকে, তাহলে বিয়েটা হবে তো? কী বলছেন নায়িকা?
মুম্বই:ছায়াছবিতে তো অনেকককিছু নিয়েই চর্চা হয়। উঠে আসে অনেক নীতিবাক্যও। কিন্তু বাস্তবের সঙ্গে তার মিল কতটুকু? বিশেষত, ছবির চরিত্রের সঙ্গে বাস্তবে নায়ক-নায়িকাদের ভাবমনাচিন্তায় থাকে আকাশ-পাতাল ফারাক। সম্প্রতি ইয়ামি গৌতম, আয়ুষ্মান খুরানা অভিনীত ‘বালা’ বক্সঅফিসে ঝড় তুলেছে। টাক নিয়ে যাঁদের হাহাকার, তাঁদের কাছে বিশেষ জনপ্রিয় হয়েছে ছবিটি। ছবিতে টাকের সমস্যার শিকার আয়ুষ্মান খুরানার সঙ্গে বিয়ে হয় ইয়ামির। কিন্তু যদি বাস্তবে এমন হয়? যদি সত্যি-সত্যিই ইয়ামির হবু স্বামীর মাথায় টাক থাকে, তাহলে বিয়েটা হবে তো? কী বলছেন নায়িকা? ছবি মুক্তির ৪ দিনের মধ্যেই ৫০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে ‘বালা! মাত্র ২৫ বছর বয়সেই মাথায় চওড়া টাক পড়ে যায় আয়ুষ্মানের। তারপর বেঁকে বসেন তাঁর হবু স্ত্রী ইয়ামি। কিন্তু বাস্তবে এমনটা হলেও কি বিয়েতে আপত্তি করবেন তিনি? টাকওয়ালা লোককে বিয়ে করবেন কি তিনি? ইয়ামির উত্তর, ‘হ্যাঁ। কেন নয়? আমার তো টাকওয়ালা মানুষকে বেশ ভালই লাগে।’, জবাব নায়িকার। ‘এই ছবি আসলে বার্তা দিতে চাইছে, নিজেকে ভালবাসুন। নিজেকে আপন করে নিন। আপনি নিজেকে ভালবাসতে না পারলে, কী করে আশা করবেন, অন্য কেউ আপনাকে ভালবাসবে?’ রিলিজ হওয়ার পর থেকেই প্রতিদিন একটু একটু করে ব্যবসা বেড়েছে ‘বালা’র। ছবির ঝুলিতে ৫২.৭৩ কোটি টাকা এসেছে প্রথম ৪ দিনেই।