নয়াদিল্লি: একদিনের আন্তর্জাতিকে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের পাঁচ বছর পূর্ণ হল আজ। ২০১৪ সালের ১৩ নভেম্বর ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওপেন করতে নেমে ৩৩টি বাউন্ডারি ও ৯টি ছক্কার সাহায্যে ২৬৪ রান করেছিলেন রোহিত শর্মা। এখনও পর্যন্ত একদিনের আন্তর্জাতিকে এটাই সর্বোচ্চ রান। সেই ইনিংসের কথা মনে রেখে আজ ট্যুইট করে রোহিতকে অভিনন্দন জানিয়েছে আইসিসি। আরও লেখা হয়েছে, সেদিন মাত্র চার রানের মাথায় রোহিতের ক্যাচ ফেলে দেয় শ্রীলঙ্কা। এরপর আর থামানো যায়নি তাঁকে।

এখনও পর্যন্ত মাত্র আটবার একদিনের আন্তর্জাতিকে দ্বিশতরান হয়েছে। রোহিতই একমাত্র ব্যাটসম্যান, যিনি দু’বার দ্বিশতরান করেছেন। প্রথম ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিকে দ্বিশতরান করেন সচিন তেন্ডুলকর।