রূপোলি পর্দায় ৪৭ বছর পূর্ণ, ঈশ্বরের পরম আশীর্বাদ, বললেন বিগ বি
Web Desk, ABP Ananda | 07 Nov 2016 05:12 PM (IST)
মুম্বই: ৪৭ বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল "সাত হিন্দুস্তানি"। চার দশকেরও বেশি সময় ধরে এত মানুষের ভালোবাসা- ঈশ্বরের পরম আশীর্বাদ বলেই মনে করেন তিনি। টুইটারে তিনি লেখেন, সাত ভারতীয়কে নিয়েই তৈরি এই সিনেমা। পর্তুগীজ শাসন থেকে গোয়াকে মুক্ত করার চেষ্টাই ছবির বিষয়বস্তু। তিনি লেখেন, ৪৭ বছর পরও শুভানুধ্যায়ীদের থেকে ভালোবাসা পাচ্ছেন। ঈশ্বরের আশীর্বাদেই তা সম্ভব। ৪৭ বছরের রূপোলি দুনিয়ায় বহু সিনেমায় অভিনয় করেছেন। ৭০ পেরিয়েও এখনও তিনি আগের মতোই সপ্রতিভ। রূপোলি পর্দায় তাঁর দীপ্তি এতটুকু ম্লান হয়নি। আরও পড়ুন: ৭৪-এর দোরগোড়ায়ও বলিউডের ‘বস’ অমিতাভ বচ্চন, দাবি বিদেশী সংবাদমাধ্যমের আমিরকে ‘সুদক্ষ’ অভিনেতা বলা যেতে পারে, আমাকে নয়: বিগ বি