মুম্বই: প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী করিনা কপূর। অন্যান্যদের মতোও তাঁকেও এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে, তিনি পুত্রসন্তান চান, না কন্যা। কিন্তু এই কথাটিতেই সাংঘাতিক আপত্তি সইফ ঘরণীর।
করিনা বলেন, লোকজনের এই ধরনের প্রশ্ন আমার একেবারে পছন্দ নয়। এটা অনধিকার চর্চা। আমি নিজে একজন মেয়ে। মেয়ে হলে আমি খুশি হব। গ্লোবাল সিটিজেন ইন্ডিয়া ইনিসিয়েটিভের উদ্যোগে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন করিনা। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, সন্তানের জন্ম দেওয়ার পরও রূপোলি পর্দায় দেখা যাবে তাঁকে? এই প্রশ্নে খানিকটা অখুশি করিনা। তিনি বলেন, আমরা এমন দেশে বাস করি, যেখানে জিজ্ঞেস করা হয়, ও! তোমার বিয়ে হয়ে গেছে, তুমি এখনও চাকরি করো? ও! তুমি সন্তানসম্ভবা, মা হওয়ার পরও কাজ করবে তুমি? এইধরনের প্রশ্ন আমায় খুবই কষ্ট দেয়।
প্রসঙ্গত, ওই সংগঠনটি বিভিন্ন সমাজ-সেবামূলক কাজের সঙ্গে জড়িত। লিঙ্গ-সমতা নিয়ে কাজ করে তারা। করিনা জানান, এর অংশ হতে পেরে তিনিও গর্বিত।
ছেলে চান না মেয়ে? উত্তরে কী বললেন করিনা
Web Desk, ABP Ananda
Updated at:
12 Sep 2016 04:01 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -