সৌমিত্র কুমার রায়, সুকান্ত মুখোপাধ্যায় ও অতসী মুখোপাধ্যায়, কলকাতা: শহরে এসে পৌঁছেছেন ভাইজান (Bhaijaan)। এক দশকের বেশি সময় পর কলকাতায় এলেন তিনি। ইস্টবেঙ্গল (East Bengal) তাঁবুতে তাঁর অনুষ্ঠান রয়েছে। তার আগে পরিকল্পনা মাফিক সলমন খান (Salman Khan) পৌঁছে গিয়েছিলেন কালীঘাটে (Kalighat), মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে।
মমতার সঙ্গে সলমন সাক্ষাৎ
শনিবার শহরে এলেন সলমন খান। দেখা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। গেলেন কালীঘাটের বাড়িতে। ভাইজানকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘণ্টাখানেকের সাক্ষাতের পর বেরিয়ে যান সলমন খান। কোনও বক্তব্য রাখেননি অভিনেতা। অনুষ্ঠানের উদ্দেশে রওনা দিতে দেখা যায় তাঁকে।
তবে এরপর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। এই সাক্ষাৎ সম্পর্কে তিনি বলেন, 'সকল সাংবাদিক বন্ধুরা আজ আমার বাড়িতে এসেছেন, বিশেষ করে সলমন খানের জন্য। সলমন খান এসেছিলেন এবং ওঁদের ধন্যবাদ। আমি ওঁর নিরাপত্তা নিয়ে সত্যিই যথেষ্ট চিন্তিত। তাই ওঁকে নিজের খেয়াল রাখতে বলেছি।'
এই সাক্ষাতের আগে জানা গিয়েছিল ঘনিষ্ঠ মহলে অভিনেতা নাকি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তিনি আগে অনেকবার শুনেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা ভাইজানের অনেকদিনের। সূত্রের খবর অনুযায়ী, রসগোল্লা, মিষ্টি দই দিয়ে ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হবে অভিনেতাকে। প্রসঙ্গত, দেশজুড়ে আপাতত 'দাবাং ট্যুর' সারছেন সলমন খান। এর আগেই কনসার্টের ব্যাপারে নিশ্চিত করেছিলেন তিনি।
আরও পড়ুন: Summer Tips: খুব গরম! এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর, কী করতে হবে?
উল্লেখ্য়, মার্চে, সলমন খানকে গ্যাংস্টার গোল্ডি ব্রার নামে মেইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।সূত্রের খবর অনুযায়ী, পুলিশ এই ইমেল এবং গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারের মধ্যে কোনও সংযোগের কথাও অস্বীকার করেছিল। সম্প্রতি একটি শোয়ে এসে সলমন খান বলেছিলেন, 'আমার পক্ষে এখন রাস্তায় সাইকেল চালিয়ে একা কোথাও যাওয়া সম্ভব নয়। তার চেয়েও বড় কথা, এখন আমার এই সমস্যা হচ্ছে যে, আমি যখন ট্রাফিকের মধ্যে থাকি, তখন সেখানে এত নিরাপত্তা নিয়ে চলাফেরা করা সম্ভব নয়। আমার নিরাপত্তা অন্যদের অসুবিধার সৃষ্টি করে। ফলে আমাকে খুব সাবধানে থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে।' সেই প্রসঙ্গেই তাঁর নিরাপত্তার কথা বলেন মুখ্যমন্ত্রী ও অভিনেতাকে সাবধানে থাকার পরামর্শ দেন।