মুম্বই: আজানে তাঁর কোনও সমস্যা নেই। কিন্তু সোনু নিগমের মত প্রকাশের অধিকার অবশ্যই রয়েছে, তাতেও কারও সমস্যা থাকা উচিত নয়। বললেন কঙ্গনা রানাওয়াত।
একের পর এক টুইটে গায়ক সোনু নিগম বলেন, আজানের লাউডস্পিকারের শব্দে তাঁর ভোরের ঘুম প্রতিদিন বরবাদ হয়ে যাচ্ছে, জোর করে অন্যের কানে নিজের ধর্ম পৌঁছে দেওয়াকে গুন্ডাগর্দি বলে উল্লেখ করেন তিনি।
কঙ্গনা মনে করেন, সোনু চেয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর তোলা এই বিষয়টি নিয়ে আলোচনা চলুক। তাঁর মতকে সম্মান করতেই হবে। তবে ব্যক্তিগতভাবে তাঁর আজানে কোনও আপত্তি নেই।
সোনুর মতকে আজানবিরোধী প্রচার করে তাঁর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এক শ্রেণির মানুষ। এক মৌলবী তাঁর মাথা কামিয়ে দেওয়ার পক্ষে ফতোয়া দেন। জবাবে সোনু নিজেই কামিয়ে ফেলেন নিজের মাথা।
তিনি বারবার বলেছেন, কোনও ধর্মের বিরোধী তিনি নন, তাঁর বক্তব্য, ভোরবেলা ধর্মীয় প্রচারে মাইক ব্যবহারের বিরুদ্ধে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আমি আজান ভালবাসি কিন্তু সোনুর মতামতকে সম্মান করা উচিত, বললেন কঙ্গনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Apr 2017 04:55 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -