মুম্বই: ইন্ডাস্ট্রিতে ৫ বছর হয়ে গেছে তাঁর। তবু এখনও নিজেকে নবাগত বলে মনে করেন সানি লিওন। যেভাবে বলিউডে কাজ হয়, তার সঙ্গে মানিয়ে নিতে এখনও তাঁকে সমস্যায় পড়তে হয়।


রিয়্যালিটি টিভি শো বিগ বস থেকে বলিউডে উত্তরণ আমেরিকায় প্রাপ্তবয়স্কদের ছবির এই অভিনেত্রীর। ‘জিসম টু’ দিয়ে বলিউডে হাতে খড়ি। হিন্দি ছবিতে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। সানি জানিয়েছেন, প্রথম দিকে অনেকটাই মানিয়ে নিতে হয় তাঁকে। দ্রুত বুঝতে পারেন, যেটুকু পরিবর্তন দরকার, তা তাঁর নিজেকেই করতে হবে কারণ বলিউড তাঁর সঙ্গে মানিয়ে নেবে না। এখনও সেটে যেভাবে কাজ চলে, তার সঙ্গে তাঁর কোনও পরিচয় নেই।

সানি বলেছেন, ভারতে থেকে কাজ করতে তিনি ভালবাসেন। রোজ নতুন কিছু শিখছেন তিনি। তাই কাজে মজা রয়েছে কিন্তু প্রতিকূল অবস্থার সঙ্গ লড়াইও চলছে ভেতরে ভেতরে।

নিউ ইয়র্কের একটি স্টার্ট আপের সঙ্গে হাত মিলিয়ে নিজস্ব অ্যাপ লঞ্চ করছেন সানি। যেহেতু একজন অভিনেতার অভিনয় জীবন খুব একটা বড় নয়, তাই নিজেকে দ্রুত ছড়িয়ে দেওয়াই তাঁর লক্ষ্য। এ জন্য ই-কমার্সের সাহায্য নিচ্ছেন তিনি। তাঁর কথায়, অমিতাভ বচ্চন, শাহরুখ, সলমন বা আমির খান ছাড়া বলিউডে দীর্ঘদিন টিকে আছেন এমন অভিনেতা কোথায়। তাই নিজস্ব ব্র্যান্ডকে ই-কমার্সের সাহায্যে তিনি এমন পোক্ত করে গড়তে চান, যাতে ছবি না পেলেও তাঁর কোনও অসুবিধে না হয়। তাই ই-কমার্স তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ।

৩৫ বছরের অভিনেত্রী জানিয়েছেন, তিনি মূল সোশ্যাল মিডিয়ার সৃষ্টি। সোশ্যাল মিডিয়ায় মানুষকে চিনিয়েছে, তিনি কে। তাই অ্যাপ তাঁর কাছে খুবই জরুরি যাতে তাঁর ফ্যানরা সহজেই তাঁর সম্পর্কে খবরাখবর পেতে পারেন।

বলিউডের অভিনেত্রীদের মধ্যে সোনম কপূরকে সবথেকে বেশি পছন্দ করেন সানি। টুইটারে ফলোও করেন তাঁকে। আর অভিনেতাদের মধ্যে সানির পছন্দ? রণবীর সিংহ!