মুম্বই: নিজের কাজকে বরাবর গুরুত্ব দিয়ে এসেছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। করোনা পর্বেও কাজ করেছেন হবু মা। অন্তঃসত্ত্বা অনুষ্কা আইপিএল পর্বে স্বামী বিরাট কোহলির সঙ্গে ছিলেন দুবাইতে। সব কিছুর মাঝে এনএইচ টেনের অভিনেত্রী জানিয়েছেন কোভিড পর্বে তাঁর কাজের অভিজ্ঞতার কথা।
সংবাদ মাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে অনুষ্কা বলেন, অতিমারির মধ্য়েও কাজ করেছি। যথেষ্ট সাবধানতা অবলম্বন করেছি। ভাইরাসের সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। স্বাস্থ্য় সচেতন হতে হবে। যারা এই পর্বে আমার খেয়াল রেখেছেন তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। সন্তান জন্ম দেওয়ার পর আবার কাজ করব। সন্তানকে বড় করার পাশাপাশি কাজও করে যেতে চাই। যতদিন পারব নিজেকে কাজের সঙ্গে যুক্ত রাখার চেষ্টা করব।
২০০৮ সালে রাব নে বানা দি ছবির মধ্য়ে দিয়ে বলিউডে প্রবেশ অনুষ্কা শর্মার। বিপরীতে ছিলেন শাহরুখ খান। এখনও পর্যন্ত শেষ ছবি জিরো। ২০১৮ তে মুক্তি পায় ওই ছবি। ২০২১-এর জানুয়ারিতে মা হতে চলেছেন সুলতানের নায়িকা। তারকা দম্পতি নিজেরাই সেকথা জানিয়েছিলেন।
যতদিন পারব নিজেকে কাজের সঙ্গে যুক্ত রাখব, জানিয়ে দিলেন বিরাট পত্নী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Nov 2020 10:07 PM (IST)
সংবাদ মাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে অনুষ্কা বলেন, অতিমারির মধ্য়েও কাজ করেছি। যথেষ্ট সাবধানতা অবলম্বন করেছি। ভাইরাসের সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। স্বাস্থ্য় সচেতন হতে হবে।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -