কলকাতা: 'আই উইথড্র মাই সেইং 'লেফ্ট ইজ অলওয়েজ রাইট,' (I withdraw my saying 'Left is always Right') ফেসবুকে এবার বিস্ফোরক মন্তব্য অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। 'বামপন্থাই সঠিক পথ', নিজের এই ভাবনা থেকে এবার কি তবে সরে আসছেন তিনি? ফেসবুক পোস্টে অন্তত তেমনই ইঙ্গিত অভিনেত্রীর। ঘটনার সূত্রপাত আন্তর্জাতিক ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর পোশাককে কেন্দ্র করে। 


মাত্র কয়েকদিন আগের ছবি। আন্তর্জাতিক ভেনিস চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। পরেছিলেন সবুজ রঙের শাড়ি। সঙ্গে স্লিভলেস ব্লাউজ, খোলা চুল, সামঞ্জস্য রেখে গয়না ও মেকআপ। আন্তর্জাতিক উৎসবে ভারতের প্রতিনিধিত্ব করছেন শ্রীলেখা মিত্র, স্বভাবতই রেড কার্পেটে তাঁর পোশাক নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। বেশিরভাগেরই মত, বিদেশের মাটিতেও বাঙালির ঐতিহ্য ভোলেননি শ্রীলেখা, পরনে শাড়িই তার প্রমাণ। তবে রবিবার সকালে নিজের ফেসবুক পেজে এক বিস্ফোরক পোস্ট শেয়ার করলেন অভিনেত্রী।


নিজের ফেসবুক প্রোফাইলে কস্তুরী রাকা মৈত্র নামের একজনের পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কস্তুরী রাকা মৈত্র আন্তর্জাতিক ভেনিস চলচ্চিত্র উৎসবের একটি ছবি পোস্ট করেছেন, যেখানে একই ফ্রেমে অনেকের সঙ্গে রয়েছেন শ্রীলেখা মিত্র, পরনে সেই সবুজ শাড়ি। পোস্টের ক্যাপশনে খুব পরিষ্কার ভাষায় শ্রীলেখার পোশাক সম্বন্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। 


কস্তুরী রাকা মৈত্র লিখেছেন, 'এই ছবিটি আজকের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের। আমাদের বাংলার ছায়াছবি সেখানে সুযোগ পেয়েছে তার জন্য আমি অবশ্যই গর্বিত। তবে এই ছবিতে সকলকে একটা বিষয় লক্ষ্য করতে বলব। একজন ছাড়া, অন্যরা বেশিরভাগ বিদেশী হলেও শরীরের অধিকাংশ ঢাকা ভদ্র পোশাক পরেছেন। আর একজন শাড়ি পরলেও ব্লাউজের বেশীরভাগই উন্মুক্ত। শাড়ি পরলেই যে ভদ্র পোশাক পরা হয় তা কখনওই নয়। বরঞ্চ এই ছবিতে যা দেখা যাচ্ছে বিদেশীরা অনেক ভদ্র পোশাক পরেছে। শেষে বলব এই ছবিটি আমার প্রোফাইলে পোস্ট করার জন্য দুঃখিত ও লজ্জিত। এই মহিলার আরও অনেক ছবি ফেসবুকে দেখা যায়, সেই ছবি তো পোস্ট করতেই পারব না।'


নাম না নিলেও তাঁর কথা থেকে পরিষ্কার তিনি 'এই মহিলা' বলে শ্রীলেখার দিকেই আঙুল তুলেছেন, কারণ ছবিতে শাড়ি পরে কেবল তিনিই আছেন। এই পোস্টটি শেয়ার করেই অভিনেত্রীর কটাক্ষ, 'সিপিআইএম মুগ্ধতা বাড়ছে আমার দলের প্রতি। এরা নাকি লিবারাল? মানুষের কাজের থেকে এবার তার পোশাক নিয়ে...' এমন আলোচনায় বেশ বিরক্ত তিনি, তা বলাই বাহুল্য। সবশেষে অভিনেত্রীর বিস্ফোরক মন্তব্য, 'আই উইথড্র মাই সেইং 'লেফ্ট ইজ অলওয়েজ রাইট।' অর্থাৎ তিনি এতদিন যা বিশ্বাস করতেন যে 'বামপন্থা সবসময়েই সঠিক' সেই বিশ্বাস থেকে তিনি এবার সরে এলেন। 



অভিনেত্রীর পোস্টে সঙ্গে সঙ্গে কমেন্টের বন্যা নেটিজেনদের। পোস্টের কমেন্ট বক্সে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনাও। কেন হঠাৎ বামপন্থার বিরুদ্ধে তোপ দাগলেন অভিনেত্রী? পেশায় প্রাথমিক স্কুল শিক্ষিকা কস্তুরী রাকা মৈত্র সিপিএমের শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত। সেই কারণেই কি তবে এমন ক্ষোভ অভিনেত্রীর?


এই গোটা বিষয়টি নিয়ে কস্তুরী রাকা মৈত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এবিপি লাইভকে জানান, 'বামপন্থার সঙ্গে এই পোস্টের কোনও সম্পর্কই নেই।'


উল্লেখ্য, আদিত্য বিক্রম সেনগুপ্তের তৃতীয় ছবি, ‘ওয়ানস আপন এ টাইম ইন কলকাতা’ ৭৮ তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের স্থান করে নিয়েছে, যে ছবিতে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। এই ছবির জন্য বিদেশের মাটিতে ভূয়সী প্রশংসা পেয়েছেন অভিনেত্রী। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সোশাল মিডিয়ায়। গোটা ট্রিপে প্রচুর সেলফি তুলে সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করছেন তিনি।