কলকাতা: মুক্তির অপেক্ষায় রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) ও রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee) অভিনীত 'আকাশ অংশত মেঘলা'। কবে মুক্তি পাচ্ছে জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee) পরিচালিত এই ছবি? ঘোষণা করা হল তারিখ।
কবে মুক্তি পাচ্ছে 'আকাশ অংশত মেঘলা'
আগামী শুক্রবার অর্থাৎ ৫ অগাস্ট মুক্তি পাচ্ছে জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'আকাশ অংশত মেঘলা' (Akash Ongshoto Meghla)। একসঙ্গে এক পর্দায় এবার মুখোমুখি দুই তাবড় অভিনেতা। একই ছবিতে রুদ্রনীল-রাহুলকে দেখার অপেক্ষায় দর্শকেরা। প্রথম লুকেও ছিল চমক। ছবির পোস্টারও সর্বপ্রথম আপনাদের দেখিয়েছিল এবিপি লাইভ।
পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের কথায়, 'একের পর এক কলকারাখানা বন্ধ হয়ে যাওয়া, বিশ্বায়নের প্রভাবে দ্রুত পরিবর্তিত হতে থাকা আর্থ-সামাজিক পটভূমি আর তাকে ঘিরে আদর্শহীন, সুবিধাভোগী রাজনৈতিক পরিমণ্ডলই আমার ছবির প্রেক্ষাপট। বিগত ২৫ বছরের বাংলার সমাজ, অর্থনীতি ও রাজনীতির প্রতিচ্ছবি দেখা যাবে এই সিনেমায়। স্বপ্নময় চক্রবর্তীর দুটি ছোট গল্প থেকে অনুপ্রাণিত আমার ছবির গল্প।'
তিনি বলেন, 'রসময়, অনির্বাণ ও তাদের পরিবারের বদলাতে থাকা জীবন, বেঁচে থাকার লড়াই, ভালবাসা, সম্পর্কের টানাপোড়েন আর আশেপাশের মানুষদের গল্প নিয়ে আবর্তিত হবে ছবির কাহিনি।'
গল্পের প্রেক্ষাপট
গল্পের প্রেক্ষাপটে রয়েছে একটি কারখানা বন্ধ হওয়ার ঘটনা। অপ্রত্যাশিতভাবে একটা কারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে দুই ব্যক্তির জীবনযাত্রার ওপর প্রভাব পড়ে। কিন্তু এই কারখানা বন্ধ হয়ে যাওয়া ছাড়া ওই দুই ব্য়ক্তির মধ্যে কোনও যোগসূত্র নেই। পাটকলের এক শ্রমিক হিসেবে চাকরি করতেন রসময় বন্দ্যোপাধ্যায়। কিন্তু হঠাৎ বন্ধ হয়ে যায় কারখানা। রসময়, তার স্ত্রী ও কন্যার জীবন হঠাৎ বদলে যায়। তিনি কারখানাটি ফের চালু করার জন্য ট্রেড ইউনিয়নের নেতৃত্বে আন্দোলন ও বিক্ষোভে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু বাস্তব পরিস্থিতি তাঁকে বাধ্য় করে পেশা বদলাতে। রাস্তায় খাবার বিক্রি করাকেই পেশা হিসেবে বেছে নেয় রসময়।
আরও পড়ুন: Chitrangda Singh: সেলুলয়েডে কার্গিল যোদ্ধা যোগেন্দ্র যাদবের জীবনকাহিনি, প্রযোজনায় চিত্রাঙ্গদা সিংহ
অন্য গল্প বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র অনির্বাণ সরকারের। লকআউটে হঠাৎ বাবার কারখানা বন্ধ হয়ে যাওয়ায় প্রভাব পড়ে তাঁর পড়াশোনায়। পড়াশোনা বন্ধ রেখে চাকরির খোঁজ করে অনির্বাণ। কিন্তু পরিবারের পাশে দাঁড়ানোর মতো চাকরি পায় না সে। তাঁর একটি প্রেমের সম্পর্কও রয়েছে। মেয়েটির নাম আনন্দী। তাঁরও জীবনে সমস্যা রয়েছে।
কাকতালীয়ভাবে হঠাৎ একদিন রাস্তায় দেখা হয়ে যায় এই রসময় আর অনির্বাণের। ঘুরে যায় গল্পের মোড়। বাকি কাহিনির জট খুলবে বড়পর্দায়, ৫ অগাস্ট।