লন্ডন: ইংল্যান্ডে স্বামী ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির কাছে গেলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। সোশ্যাল মিডিয়ায় লন্ডনে বিরাটের সঙ্গে অনুষ্কার একটি ছবি সামনে এসেছে। বিশ্বকাপে আগামী শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। এই ম্যাচের আগে স্বামীকে উত্সাহ যোগাতে লন্ডনে পৌঁছে গিয়েছেন অনুষ্কা।



উল্লেখ্য, এর আগেও ভারতীয় দলের বিদেশ সফরে বিরাটের সঙ্গে দেখা গিয়েছে অনুষ্কাকে। কিন্তু চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত গ্যালারিতে বসে স্বামীকে উত্সাহ দিতে দেখা যায়নি তাঁকে। আফগানিস্তানের বিরুদ্ধে আগামী ম্যাচে তাঁকে গ্যালারিতে বসে বিরাটের হয়ে  গলা ফাটাতে দেখা যাবে বলেই মনে করা হচ্ছে।
অনুষ্কা সদ্য এলেও শিখর ধবন ও রোহিত শর্মার স্ত্রীরা সন্তানদের নিয়ে আগেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন।
বুড়ো আঙুলে চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া শিখর সদ্যই একটি ছবি শেয়ার করেছিলেন। ওই ছবিতে তাঁকে স্ত্রী আয়েশা ও রোহিত শর্মার স্ত্রী রিতিকার সঙ্গে দেখা গিয়েছে। ছবিতে রোহিত ও শিখরের সন্তানদেরও দেখা গিয়েছে।




বিশ্বকাপের প্রথম ২০ দিন বিসিসিআই খেলোয়াড়দের স্ত্রী ও পরিবারের সঙ্গে ভ্রমণের অনুমতি দেয়নি। তবে এবার সেই অবস্থান বোর্ড বদলেছে বলেই মনে করা হচ্ছে। গত রবিবার পাকিস্তানকে ৮৯ রানে হারানোর পর টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের দুদিন ছুটি দেওয়া হয়েছিল। সাউদাম্পটনে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে খেলোয়াড়রা যাতে তরতাজা ও আরও শক্তিশালী হয়ে ফেরেন সেই লক্ষ্যেই এই বিরতি দেওয়া হয়েছিল।
বিশ্বকাপে ভারত এখনও পর্যন্ত তিনটি ম্যাচে জিতেছে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে।