নয়াদিল্লি : 'আলিগড়' (Aligarh) হোক বা 'দ্য ফ্যামিলি ম্যান'( The Family Man), তাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়নি এমন কোনও সিনেমাপ্রেমী খুঁজে পাওয়া দুষ্কর। শুধু তা-ই নয়, বিভিন্ন ধরনের চরিত্রে তিনি অভিনয় করে গেছেন অনায়াসে। অনেকটা 'কেক ওয়াকের' মতো। বিহারে ছোট্ট গ্রাম থেকে উঠে এসে এখন তিনি দেশের অন্যতম সেরা অভিনেতা। এহেন মনোজ বাজপেয়ি (Manoj Bajpayee) অভিনয় জগতে এতগুলো বছর পার করেও, আজও অভিনয় নিয়ে একইরকম আবেগপ্রবণ। তাই তো তিনি অনায়াসে বলতে পারেন, "বাংলো বা মার্সিডিজ পাওয়ার জন্য অভিনয় করি না। অভিনয় করার জন্যই অভিনয় করি।" এমনকী অভিনয়ের প্রতি ভালবাসাকে তিনি ১৯ বর্ষীয় কোনও ছেলের প্রথমবার প্রেমে পড়ার সঙ্গে তুলনা করেছেন।


কেরিয়ারের শুরুর দিকের কথা-


এবিপি নেটওয়ার্কের (ABP Network) 'Ideas of India'-র মঞ্চে নিজের কেরিয়ারের শুরুর দিকের কথা শেয়ার করেন মনোজ। কত কঠিন ছিল সেইসব দিনগুলি তা তুলে ধরেন। তিনি জানান, দিল্লি বিশ্ববিদ্যালয়ে (Delhi University) পড়ার সময় নিজের গ্রাম থেকে পাটনা পৌঁছতেই তাঁর দুই দিন সময় লেগে যেত। মনোজ বলেন, "যখন আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন কোনও বই পেতে নির্দিষ্ট লাইব্রেরির জন্য ৬টা বাস পাল্টাতে হতো। কিন্তু, এখন সেসব বদলে গেছে।" 


তখন ইন্ডাস্ট্রিতে সুযোগ পাওয়া আর এখন ইন্ডাস্ট্রিতে সুযোগ পাওয়ার মধ্যে কতটা পার্থক্য তা নিয়ে নিজের ভাবনাচিন্তার কথাও তুলে ধরেন অভিনেতা। মনোজ বলেন, "আমি যে ধরনের কাজ করি তা কোনও লবিস্টের প্রভাবে পাওয়া সম্ভব নয়। যে সুযোগটাই পাওয়া যাবে তাতে ২০০ শতাংশ দিতে হবে। তবেই, সুযোগ পাওয়া যাবে। সঠিক পার্টিতে যোগ দিয়ে, সঠিক লোকজনের সঙ্গে দেখা করে কাজ পাওয়া যাবে...এমনটা ভাবা বা নিজের স্বপ্ন সফল করতে কারও ওপর নির্ভরশীল হওয়া চলবে না। কেউ আপনাকে কাজ দেবে না। আপনি নিজে এবং আপনার কাজই আপনাকে আরও কাজ পেতে সাহায্য করবে।" 


এখন OTT প্ল্যাটফর্মেও মনোজ দাপিয়ে বেড়াচ্ছেন। 'দ্য ফ্যামিলি ম্যান' কার্যত ঝড় তুলে দিয়েছে। মনোজ বলেন, "মহামারি ওটিটি-র জন্য সুযোগ তৈরি করে দিয়েছে। এটা আমাদের কাছে চ্যালেঞ্জের মতো। দর্শকরাও শিক্ষিত। তাঁদের কিছু দেখার চাহিদা রয়েছে। ফিল্মের লোকজনেরাও বুঝে গেছেন, দর্শকরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস চাইছেন।"