মুম্বই: চলছে এবিপি নেটওয়ার্কের (ABP Network) 'আইডিয়াজ অফ ইন্ডিয়া'র (Ideas Of India) তৃতীয় সিজন। দুই দিন ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে হাজির ছিলেন অভিনেত্রী তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia)। প্যান ইন্ডিয়া অভিনেত্রী (Pan India Actress) কথা বললেন তাঁর কাজ নিয়ে, আলোচনা করলেন কীভাবে নিজের সিনেমা বেছে নেন তিনি। তাঁর সেশনের নাম ছিল, 'So Many Cinemas - Tamannaah's Pan India Triumph'। 


প্যান ইন্ডিয়া সফল অভিনেত্রী তমন্না ভাটিয়া Ideas Of India-র মঞ্চে


অনন্ত নাথ ঝার মডারেশনে এই সেশনে তমন্না তাঁর 'বাহুবলী' থেকে 'বাবলি বাউন্সার'-এর সফর নিয়ে কথা বলেন। নিজের নামের বানান বদলানো প্রসঙ্গেও অভিনেত্রী বলেন, 'আমি যখন ছোট ছিলাম, কীভাবে জানি না, আমি জানতাম যে আমি অভিনেত্রীই হব। আমার বাবা নাম খুব ফিল্মিই রেখেছিলেন। তাই বদলানোর চিন্তা ছিল না। কিন্তু পরে একজন বলেন, যে নামে যদি একটা অতিরিক্ত 'a' ও 'h' জুড়ে দিতে পারি, তাহলে আরও ভাল হবে। আমি বলি যা ভাল লাগবে তাই করে নেব।'


ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর সফর থেকে শুরু করে গোটা দেশের দর্শকের কাছে নিজেকে পৌঁছে দেওয়া, সেই সম্পর্কে অভিনেত্রী বলেন, 'এটা সত্যি যে, আপনার ভিতরের ক্ষমতা আবিষ্কার করতে মাঝে মাঝে অন্য একজনের চোখের প্রয়োজন হয়। আমার জন্য, সেই মানুষটি ছিলেন এস এস রাজামৌলি।' তাঁর কথায়, 'বাহুবলী'তে কাজ না করলে নিজের অভিনয় ক্ষমতা নিয়ে এত দৃঢ়তা বা আত্মবিশ্বাস তাঁর গড়ে উঠত না। 


থিয়েটার বা প্রেক্ষাগৃহ থেকে ওটিটিতে মানুষের মন ঘুরেছে এখন। তাঁর কোনটা বেশি পছন্দ? সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'আমার কোনও পক্ষপাত নেই। আমি যখন আমার কেরিয়ার শুরু করেছিলাম তখন শুধু সেলুলয়েড ছিল। তাই যদি কোনও সিনেমার অভিজ্ঞতা নিতে চাইলে আপনাকে থিয়েটারেই যেত হত। আজ আপনি এক স্থানেই সীমাবদ্ধ নন।'


 



আরও পড়ুন: Srijit Mukherji New Pet: 'চিরকালের জন্য বদলে গেল' সৃজিতের জীবন, বাড়িতে আনলেন পোষ্য পাইথন


দেশের প্রথম সারির তারকা অভিনেত্রী তিনি। কিন্তু একটা জিনিসে তিনি খুব ভয় পান। অভিনেত্রীর কথায়, 'মরণশীলতা এমন একটি বিষয় যাকে আমি আশা করি যে একদিন আমরা মানুষ হিসাবে আলিঙ্গন করতে শিখব এবং ভয় পাব না আর। কারণ আমি আমার বাবা মা ও প্রিয়জনেদের হারিয়ে ফেলার আতঙ্কে থাকি। মানুষকে চলে যেতে দেখা একেবারেই সহজ নয়।' বলিউড না দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি। কোথায় কাজ করতে বেশি পছন্দ করেন। অভিনেত্রীর জানান, সর্বত্রই সব ধরনের মানুষ থাকেন, সিনেমার সঙ্গে সঙ্গে মানুষের ধরন বা সুবিধা অসুবিধা বদলে যায়। ফলে সব জায়গায় কাজ করতেই তাঁর পছন্দ হয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।