কঙ্গনা: হৃত্বিক সত্যিটা বললে সকলে চমকে উঠবে, জানালেন রাকেশ
Web Desk, ABP Ananda | 26 Sep 2016 03:46 PM (IST)
মুম্বই: হৃত্বিক যদি আসল সত্যিটা প্রকাশ্যে আনে, তাহলে তা সকলকে চমকে দেবে। কঙ্গনা-বিতর্ক প্রসঙ্গে এভাবেই জবাব দিলেন চলচ্চিত্র পরিচালক তথা অভিনেতার বাবা রাকেশ রোশন। হৃত্বিকের আসন্ন ‘কৃষ-৪’ ছবি নিয়ে কথা বলছিলেন রাকেশ। কিন্তু অচিরেই কঙ্গনা-বিতর্ক প্রসঙ্গ চলে আসে। সেখানে ছেলের সমর্থনে জোর সওয়াল করেন রাকেশ। বলেন, হৃত্বিক একটু ভিন্ন ধরনের। যখন কেউ তাঁর সম্পর্কে মিথ্যে প্রচার চালায়, তখন ও চুপ করে থেকে নিজের সম্মান বজায় রাখতেই পছন্দ করে। এরপরই (কঙ্গনার উদ্দেশ্যে) রাকেশের তোপ, ও যদি সত্যিটা প্রকাশ করে, তাহলে তা সকলকে চমকে দেবে! তাহলে কেন হৃত্বিক সেই সত্যিটা প্রকাশ করছেন না? এই প্রশ্নের জবাবে রাকেশের সাফাই, তাঁর ছেলে এখন ছবি নিয়ে ব্যস্ত। তা শেষ হলে হয়ত সে মুখ খুলবে। এটা ওর ব্যাপার। এর পাশাপাশি, ‘কৃষ-৪’ নিয়েও অনেক কথা বলেছেন রাকেশ। তাঁকে প্রশ্ন করা হয়, কেন তিনি হৃত্বিকের সঙ্গেই ছবি করেন? কেন অন্য কোনও অভিনেতার সঙ্গে কাজ করছেন না? উত্তরে সোজাসাপ্টা রাকেশ। তাঁর মতে, ঘরে প্রতিভাবান অভিনেতা থাকতে বাইরে দেখার কোনও প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। রাকেশ বলেন, আমি বাবা হওয়ার সঙ্গে সঙ্গে একজন চলচ্চিত্র-নির্মাতাও। আমি হৃত্বিককে অভিনেতা হিসেবে দেখি।