মু্ম্বই: ইলিনা ডি-ক্রুজ বলিউডে বিভিন্ন নবাগতা অভিনেত্রীদের ভিড়ে একটু হলেও অন্যরকম। তিনি নিজের মতো থাকতে ভালবাসেন, ছবির সাকসেস পার্টিগুলোতে গিয়ে একেবারেই একলা হয়ে যান। অন্য নায়িকাদের মতো প্লাস্টিক সার্জারি করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেননি। তিনি তাঁর পরিবারের সঙ্গে, পরিবারকে নিয়ে থাকতে ভালবাসেন। এমনকি নিজের জীবনের প্রেমকে গ্ল্যামার দুনিয়া থেকে লুকিয়ে রাখার ইচ্ছেও ইলিনার নেই। তাই এসবের জন্যে যদি তাঁকে ছবির প্রস্তাব হারাতে হয়, তাতেও দুঃখ নেই ইলিনার। কারণ তাঁর কথায় তিনি এখানে সারা জীবন কাটাতে আসেননি।
এই বছর নভেম্বর তাঁর ৩১ হবে। যতদিন সম্ভব ততদিন তিনি কাজ করবেন। তারপর নতুনরা আসলে স্বাভাবিক ভাবেই তাঁদের সুযোগ করে দিতে হবে সময়ের নিয়মে, মত ইলিনার। সারা জীবন এই জগত্টাকে আঁকড়ে থাকতেও চান না তিনি।
তবে তাঁর বয়ফ্রেন্ডকে সামনে আনতে অনেকেই ইলিনাকে বারণ করেছিলেন। তিনি সেকথা শোনেনি। উল্টে বলেছেন, এখানে যদি কারও বান্ধবী না হলে কাজ না পাওয়া যায়, তাহলে তাঁর এতদিনে অন্য রাস্তায় হাঁটা উচিত্ ছিল।
এই অভিনেত্রী বলিউডের বহু বড় তারকার সঙ্গেই কাজ করে ফেলেছেন। অক্ষয় কুমার, অজয় দেবগণের মতো সিনিয়রদের সঙ্গেও যেমন কাজ করেছেন ইলিনা, তেমন রণবীর কপূর, সেফ আলি খান, বরুণ ধওয়ান, অর্জুন কপূরের সঙ্গে ছবি রয়েছে তাঁর। এদিকে দক্ষিণের সমস্ত বড় তারকাদের সঙ্গে কাজ করা হয়ে গেছে ইলিনার। কাজ শুরু ১৮ বছর বয়স থেকে। সামনেই তাঁর দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।
ছবিতে সুযোগ পেতে আমাকে কারও বান্ধবী হতে হলে, আমি গ্ল্যামার দুনিয়ায় থাকতাম না:ইলিনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jul 2017 01:49 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -