মুম্বই: বিশ্বের ধনীতমদের তালিকায় ওয়ারেন বাফেকে পিছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এলেন মুকেশ অম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধারের সম্পত্তির পরিমাণ ৬৯.৯ বিলিয়ন ডলার থেকে বেড়ে এখন দাঁড়িয়েছে ৭৫.১ বিলিয়ন ডলার!


তথ্যটি প্রকাশিত হয়েছে ফোর্বস রিয়েল টাইম বিলিওনেয়ার লিস্টে। এই তালিকায় সপ্তম স্থান থেকে একবারে পঞ্চমে এলেন ৬৩ বছর বয়সী অম্বানি। মাত্র গত ১৪ দিনে ঘটল এই উত্থান। রিলায়েন্স ইন্ডাস্ট্রির শোয়ারের দাম গত দুই সপ্তাহে অনেকখানি বেড়ে যাওয়ার কারণেই ঘটেছে এই ঘটনা। তালিকায় অম্বানির ঠিক আগেই রয়েছেন ফেসবুকের কো-ফাউন্ডার তথা সিইও মার্ক জুকেরবার্গ।তাঁর অর্জিত সম্পদের পরিমাণ ৮৯ বিলিয়ন ডলার।


গত কয়েক দিনে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর সর্বকালীন দরকে পিছনে ফেলে উঠে এসেছে ২ হাজার ১০ টাকায়। এদের গ্রুপের বাজারি মূলধনের পরিমাণ বেড়ে হয়েছে ১২.৭০ লক্ষ কোটি টাকা। মুকেশ অম্বানি সম্প্রতি সংস্থার এজিএমে ঘোষণা করেছেন যে রিলায়েন্স জিও-তে ৭.৭ শতাংশ অংশীদার হয়ে ৩৩ হাজার ৭৩৭ কোটি টাকা লগ্নি করতে চলেছে গুগল।


ওদিকে নিজের সার্বিক সম্পদের পরিমাণ ১৩ বিলিয়ন ডলার এক দিনে বাড়িয়ে বিস্ময় সৃষ্টি করেছেন জেফ বেজোস। করোনা মহামারীর সময়কালেই অ্যামাজন কর্তার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ৭৪ বিলিয়ন ডলার। তিনি তালিকার শীর্ষ স্থানটি দখল করেছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৮৫.৮ বিলিয়ন ডলার। তার ঠিক পরেই আছেন মাইক্রোসফট কর্ণধার বিল গেটস। তাঁর সম্পত্তিমূল্য ১১৩.১ বিলিয়ন ডলার। তারপর রয়েছেন ১১২ বিলিয়ন সম্পত্তি-সম্পন্ন লাক্সারি গ্রুপ এলভিএমএইচ মোয়ে এনিসি লুই ভুইতোঁর প্রধান বার্নার্ড আর্নোল্ট।