নয়াদিল্লি: 'আইফা অ্যাওয়ার্ডস'-এ (IIFA Awards 2023) মুখোমুখি সারা আলি খান (Sara Ali Khan) ও রাখী সবন্ত (Rakhi Sawant)। প্রায় এক ধরনের পোশাকে একে অপরকে দেখে চোখ কপালে দু'জনেরই। কী কাণ্ড! কাকে বেশি সুন্দর দেখাচ্ছে সেই নিয়ে বাঁধল গোল! আবু ধাবির ওয়াশরুম (Washroom Banter) থেকে এমনই ভিডিও পোস্ট করলেন সারা।
সারা-রাখীর ছদ্ম লড়াই
বলিউডে এখন 'আইফা জ্বর'। সোমবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন নবাব কন্যা। আবু ধাবির ওয়াশরুমে একে অপরের মুখোমুখি সারা আলি খান ও রাখী সবন্ত। একে অপরকে দেখেই একপ্রকার আঁতকে উঠলেন তাঁরা। রাখীকে দেখেই সারার প্রশ্ন, 'তুমিও লাল পোশাক পরেছ?' সেই শুনে রাখীর জবাব, 'হ্যাঁ, কিন্তু আমাকে তোমার থেকে বেশি সুন্দর দেখাচ্ছে। আমি লাল লঙ্কা।' সেই শুনে খুব মৃদু স্বরে সারার উত্তর, 'আমি লাল চেরি।' কিন্তু রাখী তো দমে যাওয়ার পাত্রী নন। তাঁর উত্তর, 'আমাকে পুরো কেকের মতো দেখাচ্ছে, আর তুমি আমার ওপরের চেরি। আর তাছাড়া এমন ধরনের পোশাক আমি তোমার থেকে বেশি ভাল ক্যারি করতে পারি।' এই শুনে যারপরনাই দুঃখিত সারা বলেন, 'বেবি তুঝে পাপ লগেগা', যার বাংলা অর্থ, 'তোমার পাপ লাগবে'।
প্রসঙ্গত, সারা আলি খানের আসন্ন ছবি 'জরা হটকে জরা বঁচকে'র (Zara Hatka Zara Bachke) নতুন গান 'বেবি তুঝে পাপ লগেগা' (Baby tujhe paap lagega) মুক্তি পেয়েছে সম্প্রতি। সেই গানের প্রচারের অংশ স্বরূপ এই মজার ভিডিও তৈরি করেছেন সারা ও রাখী। এই ছবিতে সারার সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন ভিকি কৌশল। তবে সারার 'অভিশাপ' শুনে রাখীর পাল্টা জবাব, 'আমার পাপ লাগবে? লাগুক। আমি তোমার গানে নাচ করব আর নিজের ওপর অজস্র পাপ আনব।' এরপরই এই গানে হুকস্টেপে মেতে ওঠেন সারা ও রাখী। সবশেষে সারাকে চ্যাংদোলা করে কোলেও তুলে নেন রাখী।
আরও পড়ুন: Weight Loss Program : ওজন কমাতে কীভাবে সাহায্য করে থালার মাপ ! অবাক করবে পুষ্টিবিদের এই ভিডিও
এই ভিডিও শেয়ার করে সারা ক্যাপশনে লেখেন, 'রেড হট চিলি, যব সৌম্যা রাখী জি সে মিলি'। লক্ষ্মণ উতেকর পরিচালিত 'জরা হটকে জরা বঁচকে' ছবিতে সারার চরিত্রের নাম সৌম্যা। অনেকেই সারা ও রাখীর এই একসঙ্গে ভিডিও আশা করেননি, অনুরাগীরা বেশ উচ্ছ্বসিতই।
'বেবি তুঝে পাপ লগেগা' গানে কণ্ঠ দিয়েছেন হিমেশ রেশমিয়া। সচিন-জিগর এই গান কম্পোজ করেছে এবং গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২ জুন।