কলকাতা: গত ৪ মার্চ মুক্তি পেয়েছে থ্রিলার (Thriller) ঘরানার ছবি 'ইকির মিকির' (Ikir Mikir)। রাতুল মুখোপাধ্য়ায়ের (Ratool Mukherjee) পরিচালনায় রজতাভ দত্ত, রূপাঞ্জনা মিত্র, সৌরভ দাস, দেবপ্রসাদ হালদার, অপ্রতীম চট্টোপাধ্যায়, অনিন্দিতা রায়চৌধুরি ও তিয়াশার অভিনয়ে এই ছবি বাংলার দর্শকের তো বটেই এমনকী দেশ জুড়ে মন জয় করছে সকলের।
দেশ ও বিদেশে সমাদৃত
সম্প্রতি বিনোদনের এক সংস্থা তাঁদের সোশ্যাল মিডিয়ায় একটি রিপোর্ট প্রকাশ করে। সেখানে দেখা যায় গোটা দেশে কোন রাজ্যে কত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এই ছবি। দেশের বিভিন্ন রাজ্য ও এলাকার মধ্যে রয়েছে কাশ্মীর, দিল্লি ও মুম্বইয়ের নাম।
তবে শুধু দেশেই নয়, হল্যান্ড, টেক্সাসের মতো দেশেও এই 'ইকির মিকির' পছন্দ করছেন দর্শক।
পরিচালকের প্রতিক্রিয়া
পরিচালকের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি। আর সেই ছবিতেই এমন সাফল্য। কেমন লাগছে? রাতুল মুখোপাধ্যায়ের কথায়, 'এই ছবিটা আমি প্রথম থেকেই চেয়েছিলাম যে দেশ-বিদেশের মানুষ দেখুক। ছবিতে আমার প্রত্যেকজন অভিনেতা-অভিনেত্রী যে পর্যায়ের অভিনয় করেছে সেটাই সাফল্যে একটা বড় কারণ। এছাড়া যাঁরা ভাল ছবি দেখতে পছন্দ করেন তাঁরা সাদরে গ্রহণ করেছেন বলে বিশ্বাস। এই ছবিটি এখানের ওটিটিতে মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে। সেটা খুব শীঘ্রই ঘোষণা করব। ছবির গোটা টিমকে পাশে থাকার জন্য এবং সাফল্যের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাতে চাই।'
ছবির গল্প
'ইকির মিকির' ছবিটি মূলত একটি 'মৃত্যুরহস্য'। এক বহুতল বিল্ডিংয়ের এক সিকিউরিটি গার্ড খুন হয়। এই খুনে সন্দেহের তালিকায় প্রধানত দু'জনের নাম উঠে আসে। প্রথমজন এক ভদ্রমহিলা, যাঁর বয়স তিরিশের কোঠায়। অপরজন এক ভদ্রলোক যিনি ওখানে একটি পার্সেল ডেলিভারি করতে গিয়ে জড়িয়ে পড়েন। পুলিশের জেরায় এই দুই প্রধান সন্দেহভাজনের সম্পূর্ণ ভিন্ন দুটি ঘটনার বর্ণনা আমরা দেখতে পাই। ঘটনার তৃতীয় একটি সংস্করণ আমরা ছবির শেষে দেখতে পাই, যেটাই হল আসল সত্যটা। গল্পে মহামারী একটা বেশ বড় ভূমিকা পালন করছে। যা আজকের দিনে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক।
আরও পড়ুন: World Theatre Day 2022: বিনোদন থেকে সমাজচেতনা, সবক্ষেত্রেই গুরুত্ব অপরিসীম, আজ তারই উদযাপন