নয়াদিল্লি: ৭ বছর বয়সে ছবির দুনিয়ায় নাম লেখান দক্ষিণী নায়িকা খুশবু সুন্দর। ৪০ বছর পর পিছনে ফিরে খুশবু দেখছেন, শুধু কেরিয়ারে নয়, ব্যক্তিগত জীবনেও বেশ কিছু সাহসী পদক্ষেপ করেছেন তিনি।
খুশবু জানিয়েছেন, তাঁর বাবা অত্যাচার করতেন তাঁর ওপর। তাঁর মা ও ভাইয়েরাও একইভাবে নিগৃহীত হতেন। বাবার ধারণা ছিল, মেয়েদের জায়গা শুধু চার দেওয়ালের মধ্যে, সেই ধারণা স্ত্রী, সন্তানদের ওপর চাপিয়ে দিতে চেষ্টার ত্রুটি রাখতেন না তিনি।
এই পরিস্থিতিতে ১৬ বছর বয়সে মা, ভাইদের হাত ধরে বাড়ি থেকে বার হয়ে আসেন খুশবু। দিনটা আজও মনে আছে তাঁর, ১২ সেপ্টেম্বর, ১৯৮৬। মেয়ের সাহস দেখে তেলেবেগুনে জ্বলে ওঠা বাবা বলেছিলেন, একদিন হামাগুড়ি দিয়ে তাঁর কাছে এসে ভিক্ষে করতে হবে। জবাবে খুশবু বলেন, দরকারে মা, ভাইদের মেরে তিনি চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেবেন, তবু ফিরে আসবেন না।
কথা রেখেছেন খুশবু। সেই ঘটনার পর ৩০ বছরের বেশি সময় কেটে গিয়েছে। খুশবু আজও দেখেননি বাবার মুখ। আর দেখতেও চান না। দৃঢ় কণ্ঠে জানিয়েছেন তিনি।
দরকারে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা করব, তবু বাড়ি ফিরব না, কৈশোরে অভিনেত্রী খুশবু বলেছিলেন 'অত্যাচারী' বাবাকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jan 2018 01:25 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -