হাজার বছরের সেরা স্বামীর তকমা চান রণবীর
ABP Ananda, Web Desk | 03 Dec 2018 03:09 PM (IST)
মুম্বই: তাঁর দাবি, এতদিন নাকি তাঁকে বলা হত, বয়ফ্রেন্ড অফ দ্য মিলেনিয়াম। তবে দীপিকা পাড়ুকোনের সঙ্গে বিয়ের পর আর বয়ফ্রেন্ড তকমায় মন উঠছে না রণবীর সিংহের। এবার হাজার বছরের সেরা স্বামী হতে চান তিনি। রণবীরের ছবি সিম্বা মুক্তি পাচ্ছে ২৮ তারিখ। আজ মুক্তি পেল ছবির ট্রেলার। সেই অনুষ্ঠানে এসে রণবীর বলেছেন, হাজার বছরের সেরা প্রেমিক আখ্যা পাওয়ার পর এবার স্বামী হিসেবেও তিনি এক নম্বর হতে চান তর্কাতীতভাবে। তিনি বলেছেন, ২০১২-য় তাঁর সঙ্গে দীপিকার দেখা হয়, ৬ মাসের মধ্যে বুঝে যান, তাঁর জন্য দীপিকাই প্রকৃত পাত্রী। সিম্বায় রণবীরের বিপরীতে রয়েছেন সারা আলি খান। ছবির পরিচালনা করছে রোহিত শেট্টি। রণবীর জানিয়েছেন, দীপিকা ছবির ট্রেলার দেখেছেন, বলেছেন, তাঁকে হট লাগছে। তাঁর কথায়, দীপিকা কোনও বিষয়ে নিজের মতামত বিশেষ দেন না। তবে ট্রেলার চলাকালীন তাঁর দিকে তাকিয়ে বলেন, হট লাগ রহা হ্যায়। পরিচালক রোহিত শেট্টি বলেছেন, রণবীরের থেকে বেশি পাগলামি করা কারও পক্ষে সম্ভব নয়। ও যা বলে, যে সব জামাকাপড় পরে, যেভাবে বিয়ে করল, সবই চূড়ান্ত খ্যাপামির লক্ষণ। ১ মাস ধরে ও বিয়ে করছে। এটা তো একটা রেকর্ড। ১৪-১৫ নভেম্বর ইতালিতে বিয়ে করেছেন রণবীর-দীপিকা। তারপর থেকে তাঁরা একের পর এক রিসেপশন পার্টি দিয়ে চলেছেন।