নয়াদিল্লি: জানুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত পিছল ২০০২ এর গুজরাত দাঙ্গার ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের (সিট) দেওয়া ছাড়পত্রের বিরুদ্ধে জাকিয়া জাফরির দায়ের করা আবেদনের শুনানি। সুপ্রিম কোর্টে মোদিকে দেওয়া ক্লিনচিটকে চ্যালেঞ্জ করেছিলেন গুজরাতের সেই হিংসায় নিহত প্রাক্তন কংগ্রেস এমপি এহসান জাফরির স্ত্রী জাকিয়া। ২০০২ এর গুজরাত দাঙ্গার সময় মোদি ছিলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর বিরুদ্ধে দাঙ্গার ব্যাপারে অভিযোগের আঙুল তুলেছিলেন জাকিয়া। কিন্তু সিট মোদিকে রেহাই দেয়। ২০১৭-র ৫ অক্টোবর গুজরাত হাইকোর্টও সিটের সিদ্ধান্তই বহাল রাখে। পাল্টা শীর্ষ আদালতের দ্বারস্থ হন জাকিয়া। যদিও বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি হেমন্ত গুপ্তাকে নিয়ে গঠিত সর্বোচ্চ আদালতের বেঞ্চে জাকিয়ার পিটিশনের ওপর শুনানি সামনের মাসের তৃতীয় সপ্তাহ অবধি স্থগিত রাখে আজ।
গুজরাত দাঙ্গায় মোদিকে ক্লিনচিটের বিরুদ্ধে জাকিয়ার পিটিশনের শুনানি জানুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত স্থগিত সুপ্রিম কোর্টে
Web Desk, ABP Ananda
Updated at:
03 Dec 2018 12:55 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -