কলকাতা: টিসিএস রাজারহাটের একটি অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করার সময় শ্রোতাদের মধ্যে থেকে হিন্দি গান গাওয়ার জোরজুলুমের প্রতিবাদ করে চাচাছোলা ভাষায় আক্রমণ করেন ইমন। প্রকাশ্য মঞ্চ থেকেই জানান যে বাংলায় থেকে বাংলায় রোজগার করে বাংলা গান শুনব না বললে চলবে না। আর এই ভিডিয়ো সমাজমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। হিন্দি গান (Hindi Song Controversy) গাওয়া নিয়ে তৈরি হয় বিতর্ক আর এই বিতর্কে ইমনের (Iman Charaborty) অবস্থান স্পষ্ট। তিনি বাংলা ভাষার পক্ষ নিয়েই কথা বলেছেন, বাংলা ভাষার প্রতি ন্যূনতম শ্রদ্ধার দাবি জানিয়েছেন এবং এবারে নিজের সমাজমাধ্যমে দীর্ঘ পোস্টে নিজের সাফ জবাব দিয়েছেন শিল্পী। নিন্দুকদের উদ্দেশে কড়া বার্তাও দিয়েছেন ইমন। কী লিখলেন ?
এদিন নিজের সমাজমাধ্যমে ইমন চক্রবর্তী লেখেন, "গত দু'দিন ধরে TCS-এ শোয়ের ঘটনাতে আমার বলা একটি ঘটনা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বহু মানুষ শেয়ার করেছেন দেখছি। আমি ফেসবুকে ছিলাম না বহুদিন, আমার টিম ম্যানেজ করতেন। কিন্তু আমি কাল ডাউনলোড করে দেখে অভিভূত যে আমি হয়তো বহু মানুষেরই মনের কথা বলতে পেরেছি জোর গলায়। আমাদের ইন্ডাস্ট্রির বহু সিনিয়রস্ ও জুনিয়রস্-রা শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাদের। অনেকে বলছেন আমি নাকি ভোটে দাঁড়ানোর জন্য বলেছি। আবার অনেকে বলছেন "আপনি যখন হিন্দি গান করেন, তার বেলায়?" অনেকে বলছেন "হিন্দি গান করতে বলাটা দোষের কিছু নয়।"
নিন্দুকদের উদ্দেশে এই পোস্টেই সপাট জবাব দিয়েছেন ইমন চক্রবর্তী। তিনি লেখেন, "সব ধরণের গান গাইবার ইচ্ছে আমার বহুদিনের। আমি কোথাও কখনও কাউকে বলিনি যে আমি শুধু বাংলা ভাষায় গান গাইবো। কোথাও কেউ কোনোভাবে আমার ভাষাকে ছোট করে কথা বললে আমি আবার ওই একই কথা বলব, একইভাবে প্রতিবাদ করব। তাতে কেউ যদি ভাবেন যে আমার স্বার্থ এতে চরিতার্থ হচ্ছে তাহলে সেটা তাদের ভাবনা, আমার না। সব ভাষার সমান গুরুত্ব আছে অবশ্যই। আমার মাকে যেমন খারাপ বলার অধিকার কেউ দেয়নি। ঠিক সেইভাবে আমার ভাষাকে ছোট করার অধিকারও কেউ কাউকে দেয়নি।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Salman Khan: বহু ঝড়ঝাপটা গিয়েছে, অবশেষে কি প্রেমের স্বীকৃতি পেলেন সলমন? প্রেমিকার পোস্ট ঘিরে জল্পনা