কলকাতা: ২০২৫ সালের অস্কারের মনোনয়নে জায়গা করে নিয়েছে একটি বাংলা গান। সারা বিশ্ব থেকে ৮৯টি গান এবং ১৪৬টি আবহসঙ্গীত ঠাঁই পেয়েছে এই মনোনয়নের তালিকায়। আর এই তালিকার মধ্যেই জ্বলজ্বল করছে এক বাঙালি গায়িকার নাম। ইমন চক্রবর্তী (Iman Charaborty)। ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের পরিচালনায় 'পুতুল' ছবির জন্য 'ইতি মা' নামে একটি গান গেয়েছিলেন ইমন আর সেই গানই এবার অস্কারের মনোনয়নে। এই প্রথম কোনো বাঙালি গায়িকা জায়গা করে নিয়েছেন অস্কারের (Oscar 2025) মনোনয়ন তালিকায়। লেডি গাগা, এড শিরানের মত তারকা গায়িকাদের পাশেই জ্বলজ্বল করছে ইমনের নাম। সেরা মৌলিক গান এবং সেরা মৌলিক আবহসঙ্গীত (Oscar Nominations 2025) এই দুই বিভাগেই ঠাঁই পেয়েছে এই গানটি। আর মঙ্গলবার সকালে এই সুখবরেই মেতে উঠল নেটপাড়া। অনুরাগীরা প্রশংসার বন্যায় ভাসালেন সমাজমাধ্যমের পাতা।


বিগত ১৪ নভেম্বর শিশু দিবস উপলক্ষ্যে মুক্তি পেয়েছিল 'পুতুল' ছবির এই বিশেষ গানটি। আর তারপরেই এক মাসের মধ্যে এত বড় সুখবর। আগামী ৩ মার্চ আয়োজিত হবে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান আর তার আগে আগামী ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রথম পর্বের নির্বাচন এবং এর ফলাফল প্রকাশ পাবে ১৭ ডিসেম্বর।


'পুতুল' ছবির পরিচালক ইন্দিরা মুখোপাধ্যায় নিজের সমাজমাধ্যমে একটি মনোনয়ন তালিকার লিঙ্ক পোস্ট করে এই দাবি জানিয়েছেন এবং তারপর থেকেই অভিনন্দনের বন্যায় ভেসেছে তার সমাজমাধ্যমের পাতা। গায়িকা ইমন চক্রবর্তীকেও অভিনন্দন জানিয়েছেন আরেক বাঙালি গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। তিনি সমাজমাধ্যমে লেখেন, 'ইমন, সায়ন দা এবং 'পুতুল'-এর গোটা টিমকে অনেক অনেক অভিনন্দন। বাঙালি হিসেবে আমাদের আরও গর্বিত করে তুলেছেন আপনারা। দারুণ কাজ, দারুণ সব মানুষ।'


">


অন্যদিকে লেখিকা শ্রীময়ী কুণ্ডুও নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে ইমনের সঙ্গে ছবি শেয়ার করে তাকে এই মনোনয়নের জন্য প্রভূত অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন যাতে বিশ্বের দরবারে আরও বেশি করে তাঁর গান পৌঁছে যায়।


">


অন্যদিকে লেখক, সাংবাদিক অনিবার্য ভট্টাচার্য নিজের ফেসবুক প্রোফাইলে এই অস্কার মনোনয়নের কথা শেয়ার করে নেন। তিনি পোস্টে লেখেন, "কিছু দিন আগে পোস্ট করেছিলাম, একটি ছবিতে একটি গান লেখার কথা। Indira Dhar Mukkherjee-র পরিচালনায় ‘পুতুল’ ছবির গান— ইতি মা...সুর করেছেন Sayan Ganguly গেয়েছেন Iman Chakraborty ও কোরাসে চমৎকার সব বাচ্চারা। লেখা আমার, মানে ছবিতে যে, তার- Anirban Bhattacharyya। খবর হল, সেই গানটি আগামী Oscars-এ Best Original Song ও Best Original Score-এর দৌড়ে অর্থাৎ সায়ন-আমার গান নিয়ে ভোটাভুটি হবে। কী যে সব ব্যাপার-স্যাপার"। এই পরিসরে সমস্ত মিউজিশিয়ান, সুরকার সায়ন এবং পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং কৃতজ্ঞতা স্বীকার করেছেন অনির্বাণ।


">


আরও পড়ুন: Vikrant Massey: আগের দিন অবসর ঘোষণা, পরের দিনই সেই প্রসঙ্গ এড়িয়ে গেলেন বিক্রান্ত!