Traffic Rules: মাঝেমধ্যে গাড়ি নিয়ে রাস্তায় বেরোলে আমাদের অজান্তেই আমাদের নামে চালান কাটা হয়ে যায়। গাড়ির জন্য ভারতে বেশ কিছু ট্রাফিক আইন (Traffic Rules) আছে যা না মানলে জরিমানা দিতে হতে পারে। এরকমই একটি নিয়ম রয়েছে গাড়ির রং বদলানোকে কেন্দ্র করে যা না জানলে মোটা অঙ্কের জরিমানা আপনাকেও দিতে হতে পারে। গাড়ির রং (Car Modification Rules) বদলাতে চাইলে বা নিজের ইচ্ছানুসারে গাড়ির রং বদলালে তা আপনার নিকটবর্তী আরটিও অফিসে জানানো এবং নতুন করে রেজিস্ট্রেশন করানো অবশ্যই প্রয়োজন।
ফলে গাড়ির রং বদলানো নিয়ে কী কী নিয়ম রয়েছে ভারতের মোটর ভেহিকল আইনে ? আপনি যদি আরটিও অফিসে না জানিয়েই গাড়ির রং নিজের ইচ্ছামত বদলে নেন, আর রাস্তায় যদি পুলিশ আপনার গাড়ি আটকায়, তাহলে আপনাকে বড় জরিমানা দিতে হতে পারে। এমনকী আপনার গাড়িও বাজেয়াপ্ত করতে পারে পুলিশ।
কীভাবে গাড়ির রং বদলাতে পারবেন
আপনি যদি নিজের গাড়িতে এরকম কিছু বদল করতে চান, যা কিনা আপনার গাড়ির আসল চেহারাটাই বদলে দেবে তাহলে আপনাকে তা আরটিও অফিসে অবশ্যই জানাতে হবে। আপনার এলাকার নিকটবর্তী আরটিও অফিসে গিয়ে কিছু ফি-র বিনিময়ে এই বদল করাতে পারেন আপনি, মূলত গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটে গাড়ির এই রং বদল নথিভুক্ত করানোর আদপে দরকার। নাহলে পরে সমস্যায় পড়তে পারেন আপনি। আর এই অনুমোদন পাওয়ার পরেই আপনি রং বদল করতে পারেন।
কী কী বিষয় মাথায় রাখতে হবে
গাড়ির চেহারা বদল করার সময় কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত এমন কিছু বদল করা যাবে না যাতে গাড়ির আসল চেহারাটাই না বদলে যায়। যেমন গাড়ির টায়ার বদলাতে চাইছেন ? এতে কোনো অসুবিধে হবে না। যখন খুশি টায়ার বদলাতে পারেন। তবে সেই নতুন টায়ার আপনার গাড়ির ভার্সনের সঙ্গে যেন ম্যাচ করে যায়, সেদিকে নজর দিতে হবে। এমন টায়ার লাগানো অনুচিত যা আপনার গাড়ির সঙ্গে ফিট করছে না, সেক্ষেত্রে এই ঘটনায় জরিমানা হতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Rs 2000 Notes: আপনার কাছে ২০০০- এর নোট এখনও আছে ? নতুন কোন আপডেট দিল সরকার ?
Car loan Information:
Calculate Car Loan EMI