কলকাতা: গত ১৩ মে মুক্তি পেয়েছে অনীক দত্ত (Anik Dutta) পরিচালিত ও জিতু কামাল (Jeetu Kamal) অভিনীত 'অপরাজিত' (Aparajito)। বাঙালি দর্শকের কাছে বহুল প্রশংসিত এই ছবি এবার নজরকাড়া রেটিং পেল আইএমডিবিতেও (IMDb rating)। ১০-এ ৯.৩ রেটিং পেয়ে 'অপরাজিত' এখন IMDb-র তালিকায় শীর্ষে। পিছনে ফেলেছে প্রায় ১২০০ কোটি টাকার ব্যবসা করা 'কেজিএফ: চ্যাপ্টার ২'-কেও (KGF: Chapter 2)।
আইএমডিবির শীর্ষে 'অপরাজিত'
আজকের সকালে পাওয়া চার্ট অনুযায়ী, IMDb-র তালিকায় শীর্ষে রয়েছে 'অপরাজিত'। সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী' তৈরির প্রতিকূলতাকে পর্দায় ফুটিয়ে তুলেছেন অনীক দত্ত। কিংবদন্তি পরিচালকের আদলে তৈরি চরিত্র অপরাজিত রায়ের ভূমিকায় দেখা গেছে জিতু কামালকে। মুক্তি নিয়ে একাধিক বিতর্ক তৈরি হলেও এই ছবি যে দর্শকের মন ছুঁয়েছে তা দিন তিনেই স্পষ্ট। ধীরে ধীরে বাড়ছে দর্শক সংখ্যাও। IMDb-র তালিকায় ৯.৩ রেটিং পেয়ে আপাতত শীর্ষে রয়েছে এই ছবি।
প্রসঙ্গত IMDb-তে 'কেজিএফ: চ্যাপ্টার ২'-কেও পিছনে ফেলেছে 'অপরাজিত'। 'কেজিএফ: চ্যাপ্টার ২'-এর IMDb রেটিং ৮.৯। বাকি অন্যান্য সম্প্রতি মুক্তি প্রাপ্ত ছবি রয়েছে তালিকার আরও পরে।
অর্থাৎ বলাই চলে যে অনীক দত্তের পরিচালনা, জিতু কামালের দুর্দান্ত অভিনয়ের মিশেলে এই ছবি আক্ষরিক অর্থেই 'অপরাজিত'।
আরও পড়ুন: Jeetu Kamal Exclusive: রাতে ঘুম আসত না, সত্যজিৎ রায়ের কণ্ঠস্বর কানে ভাসতে থাকত: জিতু কামাল
বিশ্বের দরবারে 'অপরাজিত'
অন্যদিকে 'অপরাজিত' ছবির মুকুটে রয়েছে একাধিক পালক। সম্প্রতি ছবি নির্মাতাদের তরফ থেকে ঘোষণা করা হয় যে মুম্বইয়ে ছবি প্রদর্শনীর দুর্দান্ত সাফল্যের পর 'অপরাজিত' বিদেশেও পাড়ি দিয়েছে। যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ 'লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল' ও 'টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল'-এ আমন্ত্রিত 'অপরাজিত'। সেখানে বিশেষ প্রদর্শনী হবে এই ছবির।