মুম্বই: ইনস্টাগ্রামে বিশ্বের ২৫ জন প্রভাবশালীর মধ্যে এবার জায়গা করে নিলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। হাইপ অডিটর একটি সমীক্ষা করে। তাতেই নাম উঠে এসেছে তারকা দম্পতির। কোনও ইনস্টাগ্রাম ব্যবহারকারীর দর্শক, কতক্ষণ ব্যবহার করেন সংশ্লিষ্ট অ্যাপ, সমাজ সচেতনতায় ব্যবহারকারী কতটা গুরুত্ব দেন, তাদের বার্তা সাধারণ মানুষকে কতটা প্রভাবিত করে, তার ভিত্তিতে এই সমীক্ষা করা হয়।
সমীক্ষা অনুযায়ী, এই তালিকায় শুধু বিরাট, অনুষ্কাই নয় আছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ৫ কোটি। ১৭ তম স্থানে আছেন তিনি। তালিকার শীর্ষে আছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপরেই আছেন টিভি স্টার কাইলি জেনার, ক্যান্ডাল জেনার। ১১তম স্থানে আছেন বিরাট কোহলি। ২৪তম স্থানে আছে অনুষ্কা শর্মা। সংবাদমাধ্যম সূত্রে খবর, ক্যাটরিনা কাইফ এবং দীপিকা পাড়ুকোনেরও নাম আছে। ৪৩ তম স্থানে আছেন ক্যাটরিনা কাইফ, ৪৯তম স্থানে আছেন দীপিকা।
একাধিক ব্র্য়ান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ তারকা দম্পতি। ১১ ডিসেম্বর তৃতীয় বিবাহ বার্ষিকী পালন করলেন বিরুষ্কা। আর মাস খানেক পরেই পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। রাব নে বানা দি জোড়ির নায়িকা বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। প্রায় সাড়ে ৪ কোটি ফলোয়ার তাঁর। অন্যদিকে ২২ গজে নিজের দক্ষতা প্রমাণ করেছেন বিরাট। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার প্রায় ৮ কোটি। পাশাপাশি চলতি বছর বেশ জনপ্রিয়তা পেয়েছে অনুষ্কার পাতাল লোক এবং বুলবুল। তবে নিজেদের কর্মজীবন বাদ দিয়েও সামাজিক মাধ্যমেও যথেষ্ট সময় দেন তাঁরা।
২০২০ সালে ইনস্টাগ্রামে প্রভাবশালী ২৫ সেলিব্রিটির তালিকায় স্থান বিরুষ্কার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Dec 2020 03:15 PM (IST)
সমীক্ষা অনুযায়ী, এই তালিকায় শুধু বিরাট, অনুষ্কাই নয়, আছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ৫ কোটি। ১৭ তম স্থানে আছেন তিনি।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -