দেখুন, টাইগার শ্রফের সদৃশকে নিয়ে মাতোয়ারা ইন্টারনেট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jul 2018 11:19 PM (IST)
1
ফেসবুকে ডেভিড উল্লেখ করেছেন, তিনি এ বছর থেকে অসমের ছবিতে কাজ শুরু করেছেন। ছবি সৌজন্যে ফেসবুক
2
একটি সংবাদমাধ্যমকে ডেভিড জানিয়েছেন, লোকজন প্রায়ই তাঁকে টাইগার ভেবে ভুল করে বসে। প্রথমে এটা তাঁর ভালই লাগত। তবে ভবিষ্যতে তিনি নিজের কাজের জন্য বিখ্যাত হয়ে উঠতে চান। ছবি সৌজন্যে ফেসবুক
3
টাইগার ও ডেভিডের চেহারার মিল আশ্চর্য রকমের। ছবি সৌজন্যে ফেসবুক
4
অসমের বাসিন্দা ডেভিড অভিনয় ও মডেলিং করেন। টাইগারের মতো দেখতে বলে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। ছবি সৌজন্যে ফেসবুক
5
ইন্টারনেটে বেশ জনপ্রিয় হয়েছে ডেভিডের ছবি। সৌজন্যে ইনস্টাগ্রাম
6
বাঁদিকের ছবিটির সঙ্গে ডানদিকের ছবির কোনও অমিস খুঁজে পাচ্ছেন? বাঁদিকেরটি বলিউড অভিনেতা টাইগার শ্রফের আর ডানদিকেরটি তাঁর সদৃশ ডেভিড সহারিয়ার। দু’জনকেই দেখতে একরকম। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম