মেয়ের নাম ‘ইন্ডিয়া’, আজ শুভ জন্মদিন ভারত-অনুরাগী জন্টি রোডসের
বিশ্বের সর্বকালের সেরা ফিল্ডারদের কথা বলতে গেলে জন্টি রোডসের নাম তালিকার ওপরের দিকেই থাকবে। ছবি সৌজন্যে ট্যুইটার
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতের বৈচিত্রময় সংস্কৃতি, ঐতিহ্য এবং ব্যাটিং কিংবদন্তী সচিন তেন্ডুলকরের প্রতি জন্টির ভালোবাসার কথা কারুর অজানা নয়। সচিনের সঙ্গে তাঁর দুরন্ত সম্পর্ক রয়েছে। ছবি সৌজন্যে ট্যুইটার
সেই জন্টির আজ শুভ জন্মদিন।৪৯-এ পা দিলেন তিনি। ছবি সৌজন্যে ট্যুইটার
১৯৯২-র বিশ্বকাপে দুর্দ্ধর্ষ ফিল্ডিং সবার নজর কেড়ে নিয়েছিল। বিশ্বকাপে দুরন্ত ক্ষিপ্রতায় একাধিক রান আউট করে প্রচারের শিরোণামে চলে এসেছিলেন তিনি। ছবি সৌজন্যে ট্যুইটার
দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তী ক্রিকেটার ও তাঁর স্ত্রী মেলানিয়ের কন্যা সন্তানের নাম ‘ইন্ডিয়া’। এ দেশের প্রতি জন্টির ভালোবাসা ও আবেগের কারণেই কন্যার এই নামকরণ। ছবি সৌজন্যে ট্যুইটার
মাঠে তাঁর বিদ্যুত গতি একটা সময় ক্রিকেটপ্রেমীদের সম্মোহিত করে রেখেছিল। অ্যাথলেটিজমে ফিল্ডিংকে ভিন্ন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার জন্টি রোডস। ছবি সৌজন্যে ট্যুইটার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -