মুম্বই: বেশ কয়েকবছর ধরে দাপিয়ে বেড়াচ্ছেন হলিউড। তবু এ-দেশের সিনেপ্রেমীদের চোখে এখনও তিনি ‘দেশি গার্ল’। কিছুদিন আগে ধূমধাম করে বিয়ে করেছেন পপ তারকা নিক জোনাসকে। সম্প্রতি ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তি পেয়েছে প্রিয়ঙ্কা চোপরার হলিউড ছবি ‘ইজন’ট ইট রোম্যান্টিক’। এখন স্বামী নিক জোনাসের সঙ্গে লন্ডনে সময় কাটাচ্ছেন পিগি চপস। সেখান থেকে বেশ কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল, ছবি নিয়ে চর্চাও হচ্ছে বিস্তর। কারণ? প্রিয়ঙ্কার গলার মঙ্গলসূত্র।
কোয়ান্টিকো স্টারের পরনে হলুদ রঙের ক্রিউ নেক আর সিগারেট প্যান্টস। সঙ্গে একই রঙের স্টাইলিশ ওভারকোট। গলায় শোভা পাচ্ছে তাঁর মঙ্গলসূত্র। ‘দেশি গার্ল’-এর এমন সাজ দেখে একথায় আপ্লুত তাঁর এ-দেশি ভক্তরা।
এর মধ্যে নিকও তাঁর ভাই কেভিন ও জো-এর সঙ্গে ছবি শেয়ার করেছেন ট্যুইটার হ্যান্ডেলে।