সন্ত্রাসবাদে মদত দেওয়া নিয়ে আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে কোণঠাসা করার উদ্যোগ ভারতের
Web Desk, ABP Ananda | 17 Feb 2019 10:31 AM (IST)
নয়াদিল্লি: পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের মুখোশ খুলে দেওয়ার লক্ষ্যে জঙ্গিদের আর্থিক লেনদেনের বিষয়ে আন্তর্জাতিক নজরদারি সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সকে (এফএটিএফ) ডসিয়ের দিতে চলেছে ভারত। সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগ থাকায় পাকিস্তানকে যাতে কালো তালিকাভুক্ত করা হয়, সেই দাবি জানানো হবে বলে জানিয়েছেন এক আধিকারিক। সূত্রের খবর, নিরাপত্তা সংস্থাগুলি ডসিয়ের তৈরি করছে। পুলওয়ামায় হামলা চালানোর বিষয়ে জইশ-ই-মহম্মদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা হচ্ছে। এই জঙ্গি সংগঠনকে মদত দেওয়া নিয়ে পাকিস্তানের বিরুদ্ধেও প্রমাণ সংগ্রহ করছেন তদন্তকারীরা। ডসিয়েরে জঙ্গি সংগঠন ও তাদের সঙ্গে পাকিস্তানের যোগ থাকার কথা বিস্তারিতভাবে উল্লেখ করা হবে। এফএটিএফ-এর পরবর্তী বৈঠকেই পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করার দাবি জানাবে ভারত। এফএটিএফ-এর সদস্য সংখ্যা ৩৫। এই সংস্থার কালো তালিকায় আছে ইরান ও উত্তর কোরিয়া। গত বছরের জুলাই মাসে পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করা হয়েছে। কয়েকদিন পরেই ফ্রান্সের রাজধানী প্যারিসে এফএটিএফ-এর বৈঠক বসতে চলেছে। অর্থপাচার ও জঙ্গিদের অর্থসাহায্য রোখার ক্ষেত্রে বিশ্বব্যাপী লড়াইয়ে অসহযোগিতার অভিযোগে যদি পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করা হয়, তাহলে আইএমএফ, বিশ্বব্যাঙ্ক, এডিবি, ইউরোপিয়ান ইউনিয়নের মতো সংস্থাগুলিরও রোষে পড়তে পারে ইমরান খানের দেশ।